জাহাজ থেকে ছিটকে পড়লো ৪৩ কন্টেইনার
অনলাইন নিউজ: ঢেউয়ের তোড়ে হাতিয়া চ্যানেলে পড়ে গেছে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও অভিমুখী জাহাজের ৪৩ টি কনটেইনার।
শনিবার রাত দেড়টায় চট্টগ্রাম বন্দর জেটি থেকে ৮৬ টি কনটেইনার লোড করে ঢাকার পানগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করে গ্ল্যাডিয়েটরস জাহাজ।
সকালে হাতিয়া চ্যানেল অতিক্রম করার সময় ঝড়ের কবলে পড়ে জাহাজটি। এসময় প্রচন্ড ঢেউয়ে জাহাজ থেকে ৪৩টি কনটেইনার পানিতে পড়ে যায়।
অন্য জাহাজ পাঠিয়ে কনটেইনারগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে, বন্দর কর্তৃপক্ষ।