জীবন্ত ঘড়ি সচল রাখতে বৃক্ষরোপনের বিকল্প নেই: সাইনুর আজম
সোহেল আহমেদ: আমরা জন্মের পরই গাছকে প্রাকৃতিক বন্ধু হিসেবে পেয়েছি। আমদের প্রতিটি নি:শ্বাসে গাছ নিষ্বার্থভাবে জড়িয়ে আছে। এর উপকারিতা বলে শেষ করা যাবেনা। নানা কারণে আজ দেশের সামাজিক বনায়ন সংরক্ষনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তাই আমাদের নিজেদের স্বার্থ রক্ষায় গাছ লাগাতে হবে। গাছ যে অক্সিজেন দেয় আমাদের জীবন্ত ঘঁড়ি নামক হ্রদপিন্ডকে সচল রাখতেই বৃক্ষরোপনের বিকল্প নেই।
বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল ও কলেজের উদ্দ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন অভিযান শুরুর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান এসব কথা বলেন।
আজ বুধবার (৭ আগস্ট) সকালে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের উদ্দ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়।
বৃক্ষরোপন অভিযানের উদ্বোধণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের “গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ” এই স্লোগানে বাড়ির আঙ্গিনায় একটি করে গাছ লাগানোর শপথ করানো হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাঃ তাহমিনা আক্তারের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম আক্তার,উপ সহকারি কৃষি কর্মকর্তা মোসাঃ তাহমিনা খোরশেদ আলম,সহকারি প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আমিনুর রহমান শামীম ও মনিরুল ইসলাম । এর আগে চাঁদপাশা ইউপি মাধ্যমিক বিদ্যালয়ে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।