জ্বর হলেই অপেক্ষা নয়, দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে
এবারের ডেঙ্গুতে তাপমাত্রা ১০১ ডিগ্রি, র্যাশ দেখা যায়না, রক্তক্ষরণও হয়না। হাড়ে বা শরীরের সংযোগস্থলে ব্যথাও হয়না।ফলে অনেকে বুঝতেই পারেন না যে তিনি ডেঙ্গু আক্রান্ত।তাই গুরুত্ব দেন না।
জ্বর চলে যাওয়ার পরে প্লাটিলেট ভেঙ্গে ব্লাডপ্রেসার কমে কলাপস করে। জ্বরের সাথে বমি ও লুজ মোশনও ডেঙ্গুর লক্ষণ।”ফলে এবার মৃত্যুর হার বেশি।
এবারের ডেঙ্গু হেমোরেজিক নয়, শকড সিনড্রম ।তাই পরামর্শ অল্প বা বেশি যেকেনো মাত্রার জ্বর হলেও দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। অপেক্ষা করা চলবে না।
সূত্রঃ অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের।
জনসচেতনতায় নিউজটি শেয়ার করুন।