জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে মানুষের জীবন যাত্রাকে হুমকি ঠেলে দিচ্ছে সরকারঃ তাপস
নিজস্ব প্রতিবেদনঃ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন যাত্রাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে সরকার, মধ্য রাতে আচমকা মূল্য বৃদ্ধির সরকারি ঘোষোনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। শনিবার বিকেলে নগরের গাউসার এলাকায় ৩ ও ৪ নং ওয়ার্ড কমিটির অনুষ্ঠিত এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন তাপস ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার একদিকে উন্নয়নের কথা বলছে অন্য দিকে মানুষের স্বাভাবিক জীবন জীবিকা হুমকির মুখে ঠেলে দিচ্ছে, তীব্র গরমে সীমাহীন লোডশেডিং হচ্ছে, নিত্যপণ্যের দামে মানুষ অসহায় হয়ে পড়ছে। তারমধ্যে আবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে।
তাপস বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতি তার উপর আবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যা মধ্যবিত্ত থেকে হতদরিদ্র সবাই পিষ্ট হবে। তাই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান তরুণ রাজনীতিবিদ ইকবাল হোসেন তাপস।
জাতীয় পার্টির (জাপা) নগরীর ৩ ও ৪নং ওয়ার্ডের আওতাধীন মোহনা কমিটি গঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাপার মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
এ সময় ৩নং ও ৪নং ওয়ার্ডের মোঃ বাকের মিয়া এবং মোঃ হেমায়েত খানের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী ইঞ্জিনিয়ারের ইকবাল হোসেন তাপসের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। তারা আগামী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস কে বিজয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
এ সময় বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।