টাঙ্গাইলের মির্জাপুরে ২ শতাধিক ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
অনলাইন নিউজ: টাঙ্গাইলের মির্জাপুরে তল্লাশির সময় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ২০২ পিস ফেনসিডিলসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯ টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ব্রিজের সামনে থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার বিপ্রভাগ উপজেলার পরসা গ্রামের মৃতঃ মানিক চানের ছেলে মোঃ আবুল হোসেন (৩০), একই গ্রামের আ.ওহাবের ছেলে কাউসার (২৩) ও রমজান আলীর ছেলে মামুন (১৯)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৮ (২৯-০৭-২০১৯)।
এ বিষয়ে থানার এস.আই মজিবর রহমানের সাথে কথা হলে তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার তাদের টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।