টাঙ্গাইলের সেই মহিষকে এখনও নিয়ন্ত্রনে আনতে পারেনি প্রশাসন

অনলাইন নিউজ: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামে কোরবানি করতে যাওয়া মহিষ হঠাৎ লাফিয়ে উঠে শিংয়ের গুঁতোয় ১২ জনকে আহত করেছে। আহতদের টাঙ্গাইল ও ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ভর্তি করা হয়েছে।
পরে ওই মহিষকে নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড গুলি ছুঁড়েছে ভুঞাপুর পুলিশ। তবে পুলিশের ছোড়া গুলি মহিষের গায়ে লাগেনি।
এদিকে হাজারও উৎসুক জনতা ভিড় করায় পুলিশ আর পরের পদক্ষেপ নিতে পারেনি। আজও মহিষকে নিয়ন্ত্রনে আনতে পারে নি প্রশাসন ও জনতা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এটি কোরবানির পশু তাই এটাকে জিবীত অবস্থায় উদ্ধারের প্রচেস্টা চালানো হচ্ছে।
একটি সুত্র জানায়,মহিষটি এখন বিলের মধ্যে শান্ত অবস্থায় রয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসার কথা রয়েছে। তারপরে পদক্ষেপ নেয়া হবে।