টাঙ্গাইলে গণপেটোনিতে নিহত মনু মিয়ার পাশে সিটিজেন জার্নালিস্টবৃন্দ
নিজস্ব প্রতিনিধি:গত কয়েকদিন অাগে গুজবের উপর ভর করে কিছু মানুষ নামের অমানুষ মনু মিয়া নামে এক ভ্যান চালককে শয়া হাটখোলায় পিটিয়ে গুরুতর জখম করে।
তাকে টাঙ্গাইল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় মারা যায়। চিকিৎসারত অবস্থায় তাকে টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ সহযোগিতা করতে চায়।
কিন্তু যেদিন সাহায্য দেওয়ার কথা সেদিনই সে মারা যায়। যার ধারাবাহিকতায় অাজকে তার পরিবারের নিকট কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়।
কিন্তু দুঃখের কথা তার ৫ বছরের একটি ছেলে অাছে ও তার বউয়ের পেটে ৬ মাসের বাচ্চা। তার পরিবারের এ অবস্থার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
সেই সাথে বলব গুজবে কান দিবেন না ও অাইন নিজের হাতে তুলে নিবেনা।