টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেন এবং দোয়া মোনাজাত করেন।
এ সময় স্বশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। পরে বিউগলে বাজানো হয় করুণ সুর।
পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সমাধীসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।