ডিডাব্লিউএফ-এর আয়োজনে ঈদ পুনর্মিলণী অনুষ্ঠিত
অনলাইন নিউজ: ঈদের খুশি অটুট থাকুক সবার প্রাণে’ এই শিরোনাম নিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতি অনুষ্ঠান। ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও ম্যাটস এবং রাধানী নার্সিং কলেজ ও ম্যাটস-এর আয়োজন ওই পুনর্মিলণী অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার দুপুরে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুনর্মিলনী আয়োজনে স্বাগত জানান, ডিডাব্লিউএফ গ্রুপের নির্বাহী পরিচালক ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম।
পুনর্মিলনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক ডা. মো. আবদুর রহিম, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অধ্যক্ষ ডা. মো. সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ ডা. শুভংকর বাড়ৈ, জহির-মেহেরুন নার্সিং কলেজ পটুয়াখালীর চেয়ারম্যান মেহেরুন নেছা, উপদেষ্টা শামসুন্নাহার বেগম, অধ্যক্ষ আকলিমা বেগম, সিভিল সার্জন কার্যালয় বরিশালের সমাজ কল্যাণ কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম, রাজধানী নাসির্ং কলেজের অধ্যক্ষ মাকসুদা বেগম, উপাধ্যক্ষ পিংকী রাণী শীল, রাজধানী নার্সিং কলেজের এমপিএইচ কোর্স সমন্বয়কারী হরিদাস অধিকারী, মাদারীপুর ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম, ডিডাব্লিউএফ নার্সিং কলেজ বরিশালের, উপাধ্যক্ষ বাসন্তী সমদ্দার, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্তাবধায়ক সেলিনা পারভীন, বরিশাল সরকারি নার্সিং কলেজের শিক্ষক আলী আজগর, মো. জাকির হোসেন, ড. হুমায়ুন কবির, হাসিনা বেগম, বরিশাল জেনারেল হাসপাতালের উপসেবা তত্তাবধায়ক রওশন জাহান এবং নীপা হালদার, আইএইচটির শিক্ষক শহীদুর রহমান, মো. মিজানুর রহমান, তাহেরুল ইসলাম সুমন, মাজহারুল ইসলাম, মো. রাকিব হোসেন। দৈনিক ভোরের আলোর বার্তা সম্পাদক তন্ময় নাথসহ ভোরের আলো পরিবারের সদস্যরা। এ ছাড়া ডিডাব্লিউএফ নাসির্ং কলেজ, রাজধানী নার্সিং কলেজ-বরিশাল, জহির-মেহেরুন নার্সিং কলেজ পটুয়াখালী, মাদারিপুর ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষকমন্ডলী, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন, শারমিন আক্তার, সুভ্রদেব বড়াল, অর্পিতা তরুয়া, মুনিয়ার রহমান।