ডিসি সম্মেলনের জন্য অজিয়ার রহমান ঢাকায়, তুলে ধরবেন ১২১ টি প্রস্তাবনা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান। জেলা প্রশাসক সম্মেলন, ২০১৯ সহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান আগামী ১৩-১৮ জুলাই ঢাকায় অবস্থান করবেন বলে জানা গেছে।
এবারের জেলা প্রশাসক সম্মেলনে তিনি বরিশাল জেলার সমস্যা ও সম্ভাবনা সহ মোট ১২১ টি বিষয়ের কথা তুলে ধরবেন।
বরিশালের পক্ষ থেকে উল্লেখযোগ্য বিষয় হল বরিশালে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ভোলা বরিশাল পাইপ লাইন স্থাপন, শেবাচিম কে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, বরিশাল কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বরিশালে আরও দুইটি সরকারি স্কুল প্রতিষ্ঠা, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, বরিশালে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মান, ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি এলাকায় ফুড গোডাউনের অব্যাবহৃত জমি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর জন্য বরাদ্দ করা, বরিশালে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার স্থাপন, বরিশাল মহানগরে জেল খালসহ ২৩ টি খালের প্রয়োজনীয় খনন ও সংস্কারের লক্ষ্যে বিশেষ অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং জলবায়ু ট্রাস্টের অধীনে বরিশাল মহানগরের সকল খাল উদ্ধার, সংস্কার ও আধুনিকিকরণ এবং সংরক্ষণের ব্যবস্থা করা, জীবনানন্দ দাশের ভাস্কর্যসহ পূর্নাঙ্গ কমপ্লেক্স নির্মাণের জন্য বরাদ্দ প্রদান, বরিশাল বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, বরিশালের উজিরপুরে অবস্থিত সাঁতলা বিলের অবকাঠামোগত উন্নয়ন, বিলে পিকনিক স্পট স্থাপন ও সৌন্দর্য বর্ধন করা, কীর্তনখোলার তীরভূমিতে বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণ, বরিশালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর উভয়পাশে নদীশাসন করে ইকো ফ্রেন্ডলি শিশু পার্ক তৈরি, বরিশাল বিভাগীয় যাদুঘর সংলগ্ন পুকুরটি সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ ও আধুনিকীকরণ করা, বরিশালে একটি গার্মেন্টস পল্লী প্রতিষ্ঠা করা, সায়েস্তাবাদ-মুলাদী পানবাড়িয়ায় একটি ফেরী স্থাপন, ইলিশ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন, বরিশালে একটি মৎস্য গবেষণাগার প্রতিষ্ঠা, বিটিভি সম্প্রচার এর জন্য বরিশালে একটি উপকেন্দ্র স্থাপন।
এছাড়াও তিনি আরো শতাধিক বিষয় উত্থান করবেন। জেলা প্রশাসক সম্মেলন চলাকালীন তিনিসহ সম্মেলনে অংশগ্রহণকারী সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকবৃন্দ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পীকার এর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান আগামী ১৪-১৮ জুলাই, ২০১৯ অনুষ্ঠিতব্য জেলা প্রশাসক সম্মেলন, ২০১৯ উপলক্ষে ১৩ জুলাই, ২০১৯ তারিখ শনিবার দুপুর ০২:৩০ ঘটিকায় বাংলাদেশ সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিতব্য এক ব্রিফিং সভায় অংশগ্রহণ করবেন।
আগামী ১৪ জুলাই, ২০১৯ তারিখ রবিবার সকাল ৯ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের শুভ উদ্বোধন করবেন।