ডেঙ্গু পরীক্ষার কীট ছাড়াই ডেঙ্গু জ্বরের রিপোর্ট
নিজস্ব প্রতিনিধি: সারা দেশে এডিস মশার আক্রমন থেকে নানা উপায়ে যখন বাঁচার আকুতি করছে ঠিক এমনই সময় কতিপয় বেসরকারি হাসপাতাল ও ডায়গোনষ্টিক সেন্টার গুলো অসৎ উপায়ে মুনাফা লাভে মেতে উঠেছে।
ঘটনা চাঁদপুর জেলা শহরের। ডেঙ্গু পরীক্ষার কীট ছাড়াই ডেঙ্গু জ্বরের রিপোর্ট প্রদান করছে। মূল্য প্রদর্শন না করে সাধারন রোগীদের নিকট থেকে ইচ্ছেমত টাকা নিচ্ছে।
এমনকি সাধারণ ব্যাগে করে রক্ত,হরমোন ইত্যাদি স্যাম্পল ঢাকায় পরীক্ষার জন্য পরিবহন করছে। অসমাপ্ত কোর্স এর পদবী ব্যবহার করে কাজ করছে যা অত্যন্ত বিপদজনক।
এসব অপরাধের কারণে রোববার (৪ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালকে ২৫০০০টাকা ও অনিরাপদ ভাবে স্যাম্পল বহনকারীকে ২৫০০০টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।