ডেঙ্গু প্রতিরোধে এবার টাঙ্গাইলের ডিসি শহিদুল ইসলামের উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি,টাঙ্গাইল: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জসগণকে সাথে নিয়ে এবার টাঙ্গাইলের সড়কে অভিযানে নামলেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে তিনি মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালী বের করেন।
এতে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও টাঙ্গাইলের সর্বস্তরের জনগণ অংগ্রহণকরে। র্যালীটি শহীদ স্মৃতি পৌরউদ্যান হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য রাজধানী ঢাকা সহ সারা দেশে এডিশ মশার কামরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কয়েক মত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত কয়েক দিনে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
সংবাদ লেখা পর্যন্ত বরিশালে ২ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে।