ডেঙ্গু প্রতিরোধে বরিশালে থেমে নেই জেলা প্রশাসনের সচেতনতা কার্যক্রম
ফারজানা ইয়াসমীন: ডেঙ্গু প্রতিরোধে বরিশালে থেমে নেই জেলা প্রশাসনের সচেতনতা কার্যক্রম। ঈদের ছুটিতে সবাই যখন আনন্দে ব্যস্ত ঠিক তখনও বরিশাল জেলা প্রশাসন ঈদের দ্বিতীয় দিনে উদ্যোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে।
আজ (১৩ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের দ্বিতীয় দিনে রুপাতলী বাসস্ট্যান্ডে ডেঙ্গু বিষয়ক সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
ঈদে ঘরমুখো মানুষ ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে তাদের ঈদযাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি তাদের সুস্থতা কামনা করে জেলা প্রশাসন বরিশাল এর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
বাসস্ট্যান্ডে যাত্রী চালক ও শ্রমিকদের পাশাপাশি বাসএস্টান এর আশেপাশে ফলের দোকান, চায়ের দোকান, হোটেল, মুদি দোকানসহ অন্যান্য দোকানগুলোতে ডেঙ্গু বিষয়ক গণসচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।