ডেঙ্গু বিষয়ক সচেতনতায় বরিশাল জেলা প্রশাসনের কার্যক্রম অব্যহত

মো: জিহাদ রানা: ডেঙ্গুতে আতঙ্ক না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বরিশাল নগরে সচেতনতামুলক কার্যক্রম অব্যহত রেখেছে বরিশাল জেলা প্রশাসন। আজ (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর চৌমাথায় এলাকায় ডেঙ্গু বিষয়ক লিফলেট বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। ।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ। ডেঙ্গু মশার বিস্তার রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে হাতেম আলি কলেজ চৌমাথা এলাকায় র্যালি করা হয়।
চৌমাথা বাজারের আশেপাশে ফলের দোকান, চায়ের দোকান, হোটেল, মুদি দোকানসহ অন্যান্য দোকানগুলোতে ডেঙ্গু বিষয়ক গণসচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।