ঢাকাগামী যাত্রীসাধারণের নিরাপত্তায় বরিশালে পুলিশের তৎপরতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাগামী যাত্রীসাধারণের নিরাপত্তায় বরিশালে পুলিশের তৎপরতা দেখা গেছে। যাত্রীরা যাতে কোন ধরনের হয়রানির শিকার না হয় সে জন্য পুলিশের মনিটরিং টিম দারুনভাবে কাজ করছে। গত (১৭ আগস্ট) শনিবার রাতে বরিশাল পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন।
ঢাকাগামী লঞ্চগুলোতে পবিত্র ঈদুল আযহা’র ছুটি শেষে ঢাকাগামী যাত্রীসাধারণের নিরাপত্তায় লঞ্চ ঘাট কেন্দ্রীক বিএমপির সকল ডিউটি পোস্ট পরিদর্শন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান খান, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব আকরাম হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি জনাব রাসেল আহমেদ সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।