ঢাকায় বিদেশী বিনিয়োগকারীদের সাথে তাপসের বৈঠক, বরিশালেও বিনিয়োগের সম্ভাবনা
সোহেল আহমেদঃ বরিশাল সিটি করপোরেশনের জাপা মনোনীত মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস নির্বাচনী প্রচারণা বাদ দিয়েই ঢাকায় জাপানী বিনিয়োগকারীদের সাথে জরুরী বৈঠক করেছেন। বৈঠকে বিদেশী বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশে বিনিয়োগের আহব্বান জানান মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস।
সূত্রে জানা গেছে, মেয়র নির্বাচনের প্রচারণা বাদ রেখে ৩১ মে বুধবার ইকবাল হোসেন তাপস ঢাকায় অবস্থান করেন। জানতে চাইলে বরিশালের বর্তান সময়ের সবচেয়ে জনপ্রিয় মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে জাপানী বিনিয়োগকারীদের আহ্ববান জানিয়েছি, আর এটা হলে আমার প্রিয় বরিশালেও নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে বুধবার তাপসের স্ত্রী ইসমত আরা ইকবাল বরিশাল জেলা আইনজীবী সমিতিতে গণসংযোগ করেন। এরপর নগরীর ৩০ নং ওয়ার্ড এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।