ঢাকায় হাসপাতালেই এডিস মশার লার্ভা, অভিযানে ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিনিধি: এডিস মশার লার্ভা নির্মূলে বুধবার (৭ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় উত্তরা ল্যাব এইড হাসপাতালকে ৫ লক্ষ টাকা, ক্রিসেন্ট হাসপাতালকে ২ লক্ষ টাকা, কিং ফিশার নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং একটি ফুলের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গুলশানে ডিপার্টমেন্টাল স্টোর ল্যাভেন্ডারে এসি ও ফ্রিজের পানি জমা হয়ে সেখানে প্রচুর এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। ল্যাভেন্ডারকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ‘নাভানা রিয়েল এস্টেট’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালকে ৭০ হাজার টাকা এবং ১টি টায়ারের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সুত্র।