তজুমদ্দিনে ভূমিদস্যুর বিরুদ্ধে মামলা দেয়ায় বাদীকে হুমকি
নিজস্ব প্রতিবেদক,ভোলা অফিস: ভোলার তজুমদ্দিনের চরে জমিদখলের প্রতিবাদ করায় ভূমিদস্যু কর্তৃক হামলার ঘটনায় মামলা দায়ের করায় বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিচেছ ওই ভূমিদস্যু বাহিনী।
হামলায় গুরুতর আহত ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন মোঃ মিজানের বড় ভাই রুহুল আমিন বাদী হয়ে বুধবার তজুমদ্দিন থানায় মামলা দায়েরের পর থেকেই হুমকি অব্যাহত রয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার চর ফারজানা (তেলিয়ার চর) বিগত দুই বছর যাবৎ মোঃ মিজান, রুহুল আমিন গংরা অন্য ভুমিহীন কৃষকদের মত চর আবাদ করে চাষাবাদ করে ৩ একর জমি ভোগদখল করে আসছিল।
ওই চরের লাঠিয়াল বাহিনী প্রধান মোঃ অলি অন্য কৃষকের কাছে জমি বিক্রি করে দিয়ে মিজান গং সহ প্রায় ১শত কৃষককে চর থেকে বেদখল করার চেস্টা করে।
গত শুক্রবার সন্ধ্যায় মিজান গংরা জমি চাষ করে ফেরার পথে লাঠিয়াল বাহিনী প্রধান মোঃ অলি নের্তৃত্বে স্বপন ডাকাত, কামাল ডাকাত, সাবু, হারুন, মঞ্জু সহ ১০/১৫ জন মিলে হামলা চালিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় মিজান সহ তিনজন জখম হলে তাদেরকে স্বজনরা উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে।
মোঃ মিজানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন মোঃ মিজানের বড় ভাই রুহুল আমিন বাদী হয়ে বুধবার তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।
এরপর থেকেই মিজান গংদের মামলা তুলে নিতে হুমকি ও চরে গেলে জীবনে শেষ করে ফেলার ভয়ভীতি
অব্যাহত রেখেছে ভূমিদস্যু বাহিনী। অভিযুক্তদের একজন মোঃ সাবু জানান, অলি ও স্বপনরা আহত মিজানকে তুলে নিয়ে নোয়াখালী যেতে চাইলে আমি তাকে উদ্ধার করে তার আত্মীয়ের কাছে দিয়ে দেই।
তজুমদ্দিন থানা অফিসার ইন চার্জ মোঃ ফারুক আহমেদ জানান, চর ফারজানার ঘটনায় মামলা নেয়া হয়েছে। মামলা নং ০৯/১০৪, তারিখ-২৪/০৭/২০১৯