তদারকি নেই, মনিটরিং নেই, অনিয়ম এর অন্ত নেই

আকতার হোসেন,চট্টগ্রাম: তদারকি নেই, মনিটরিং নেই,অনিয়ম এর অন্ত নেই, আইনানুগ ব্যবস্থা নেই, অনিয়ম দেখার কেউই নেই, সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই, প্রতিবাদ করার একজন মানুষ ও নেই!
স্বস্তির ঈদযাত্রা যেন বিষাদে রুপ নিয়েছে।
চট্টগ্রাম একে খান মোড়ের আজ শুক্রবার বিকাল ৪টার চিত্র এটি।
ফেনী- চট্টগ্রাম এর লোকাল বাসগুলো মিরসরাই, বারইয়াহাট, ফেনী পর্যন্ত ভাড়া আদায় করছে ২০০টাকা। তাদের সাথে পাল্লা দিয়ে চট্টগ্রাম সিটির লোকাল বাসগুলোও একইভাবে ২০০টাকা করে যাত্রী নিচ্ছে। যেখানে লোকাল বাস ভাড়া বারইয়াহাট পর্যন্ত ৫০-৬০টাকা এবং ফেনী পর্যন্ত ভাড়া ৭০টাকা-৮০টাকা। অথচ ঈদ আসলে তাদের চাহিদা দ্বিগুণ এর চেয়ে বেশি বেড়ে যায়। অপরদিকে স্থানীয় চয়েস বাসগুলো ভাড়া নিচ্ছে ৮০টাকার স্থলে ১০০টাকা। উত্তরা ১০০টাকা। আবার আন্তঃজেলার বাসগুলোর বাড়তি ভাড়া আদায় তো আছেই।
এছাড়াও যাত্রীদের সাথে খারাপ ব্যবহার তো আছেই। অনেকে নিরুপায় হয়ে ইঞ্জিন কভারে বসে এবং দাড়িয়ে যেতে বাধ্য হচ্ছে।
এব্যাপারে প্রশাসনের নজরদারি ও হস্তক্ষেপ অতিব জরুরী।