‘তাস পেটানো’র বিশ্বকাপে বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘তাস পেটানো’র বিশ্বকাপে বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ২:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

‘তাস পেটানো’র বিশ্বকাপে বাংলাদেশ

অনলাইন নিউজ: ব্যাংক কর্মকর্তা জিয়াউল হকের ক্রিকেটার, ফুটবলারদের মতো পরিচিতি নেই। কিন্তু বিশ্বকাপে খেলবেন বলেই কিনা চোখ-মুখে খেলে যাচ্ছিল একটা ঝিলিক। আগামী ১৪-২৮ সেপ্টেম্বর চীনে হবে ব্রিজ বিশ্বকাপ। সেই দলের ছয় খেলোয়াড়ের একজন জিয়াউল।

খেলাটা ব্রিজ বলে বাংলাদেশ দলের সাফল্য অনেকটাই আড়ালে পড়ে থাকে। অথচ ব্রিজের ৪৫ বছরের ইতিহাসে টানা দুবার ‘বিশ্বকাপে’ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ‘ওয়ার্ল্ড ব্রিজ টিম চ্যাম্পিয়নশিপ’ আন্তর্জাতিক পর্যায়ে ব্রিজের সর্বোচ্চ আসর। ব্রিজের বিশ্বকাপ তো একে বলাই যায়। ২০১৭ সালে বাছাইপর্বে রানার্সআপ হয়ে ফ্রান্সে অনুষ্ঠিত আসরে প্রথম খেলার সুযোগ পায় বাংলাদেশ ব্রিজ দল। এবার গত জুনে জর্ডানে অনুষ্ঠিত বাছাইপর্বে বাংলাদেশ হয় চ্যাম্পিয়ন।

দুই বছর পরপর হয় ব্রিজের বিশ্বকাপ। খেলে বিশ্বের ২৪টি দেশ। বাছাইপর্বে বাংলাদেশ খেলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলে। এই অঞ্চলের ৯টি দেশের মধ্যে সেরা দুই দেশ সুযোগ পায় বিশ্বকাপে। বাংলাদেশ এবার ফাইনালে হারায় ভারতকে। সেই আত্মবিশ্বাস নিয়েই চীনে ব্রিজের বিশ্বকাপ খেলতে যাবেন খেলোয়াড়েরা।

সারা দেশে খেলাটার তেমন প্রচলন নেই। মাওলানা ভাসানী স্টেডিয়ামের ছোট্ট কক্ষে ফেডারেশন কার্যালয়। মাঠে হয়তো দৌড়াতে হয় না, কিন্তু অনুশীলনটা দাবার মতোই নীরব পরিবেশে করতে হয়। ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান আক্ষেপ করে বলছিলেন, ‘বাংলাদেশ এ নিয়ে দুইবার বিশ্বকাপে খেলছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে অনুশীলনের বিকল্প নেই। কিন্তু আমাদের খেলোয়াড়েরা অনুশীলন করতে পারছে না। বসার জায়গা নেই তাদের।’

জায়গার অভাবে অনলাইন অনুশীলনই ভরসা। ব্রিজবেইজ ডটকম ওয়েবসাইটে প্রতিদিন ঘণ্টা তিনেক অনুশীলন করছেন বাংলাদেশের ছয় খেলোয়াড় এইচ এম কামরুজ্জামান, রাশেদুল আহসান, জিয়াউল হক, মশিউর রহমান, মনিরুল ইসলাম ও আসিফুর রহমান। এর মধ্যে চারজন ব্যাংক কর্মকর্তা। আর দুজন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ইস্পাহানি গ্রুপে কর্মরত।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে হারিয়ে সবাইকে চমকে দিলেও গত বিশ্বকাপে ২২ দলের মধ্যে বাংলাদেশ হয়েছিল ২২তম। তবে এবারের আসরে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস জিয়াউল হকের, ‘আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। গত আসরে অভিজ্ঞতার অভাবে ফলটা সুখকর ছিল না। কিন্তু এবার আশা করি ষোলো দলের মধ্যে থাকতে পারব।’ টুর্নামেন্টে বাংলাদেশ ব্রিজ দলকে পৃষ্ঠপোষকতা করবে চ্যানেল আই।

দৈনিক বরিশাল ২৪

‘তাস পেটানো’র বিশ্বকাপে বাংলাদেশ

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ২:৫৬ অপরাহ্ণ | আপডেটঃ আগস্ট ১২, ২০১৯ ২:৫৮ অপরাহ্ণ

অনলাইন নিউজ: ব্যাংক কর্মকর্তা জিয়াউল হকের ক্রিকেটার, ফুটবলারদের মতো পরিচিতি নেই। কিন্তু বিশ্বকাপে খেলবেন বলেই কিনা চোখ-মুখে খেলে যাচ্ছিল একটা ঝিলিক। আগামী ১৪-২৮ সেপ্টেম্বর চীনে হবে ব্রিজ বিশ্বকাপ। সেই দলের ছয় খেলোয়াড়ের একজন জিয়াউল।

খেলাটা ব্রিজ বলে বাংলাদেশ দলের সাফল্য অনেকটাই আড়ালে পড়ে থাকে। অথচ ব্রিজের ৪৫ বছরের ইতিহাসে টানা দুবার ‘বিশ্বকাপে’ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ‘ওয়ার্ল্ড ব্রিজ টিম চ্যাম্পিয়নশিপ’ আন্তর্জাতিক পর্যায়ে ব্রিজের সর্বোচ্চ আসর। ব্রিজের বিশ্বকাপ তো একে বলাই যায়। ২০১৭ সালে বাছাইপর্বে রানার্সআপ হয়ে ফ্রান্সে অনুষ্ঠিত আসরে প্রথম খেলার সুযোগ পায় বাংলাদেশ ব্রিজ দল। এবার গত জুনে জর্ডানে অনুষ্ঠিত বাছাইপর্বে বাংলাদেশ হয় চ্যাম্পিয়ন।

দুই বছর পরপর হয় ব্রিজের বিশ্বকাপ। খেলে বিশ্বের ২৪টি দেশ। বাছাইপর্বে বাংলাদেশ খেলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলে। এই অঞ্চলের ৯টি দেশের মধ্যে সেরা দুই দেশ সুযোগ পায় বিশ্বকাপে। বাংলাদেশ এবার ফাইনালে হারায় ভারতকে। সেই আত্মবিশ্বাস নিয়েই চীনে ব্রিজের বিশ্বকাপ খেলতে যাবেন খেলোয়াড়েরা।

সারা দেশে খেলাটার তেমন প্রচলন নেই। মাওলানা ভাসানী স্টেডিয়ামের ছোট্ট কক্ষে ফেডারেশন কার্যালয়। মাঠে হয়তো দৌড়াতে হয় না, কিন্তু অনুশীলনটা দাবার মতোই নীরব পরিবেশে করতে হয়। ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান আক্ষেপ করে বলছিলেন, ‘বাংলাদেশ এ নিয়ে দুইবার বিশ্বকাপে খেলছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে অনুশীলনের বিকল্প নেই। কিন্তু আমাদের খেলোয়াড়েরা অনুশীলন করতে পারছে না। বসার জায়গা নেই তাদের।’

জায়গার অভাবে অনলাইন অনুশীলনই ভরসা। ব্রিজবেইজ ডটকম ওয়েবসাইটে প্রতিদিন ঘণ্টা তিনেক অনুশীলন করছেন বাংলাদেশের ছয় খেলোয়াড় এইচ এম কামরুজ্জামান, রাশেদুল আহসান, জিয়াউল হক, মশিউর রহমান, মনিরুল ইসলাম ও আসিফুর রহমান। এর মধ্যে চারজন ব্যাংক কর্মকর্তা। আর দুজন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ইস্পাহানি গ্রুপে কর্মরত।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে হারিয়ে সবাইকে চমকে দিলেও গত বিশ্বকাপে ২২ দলের মধ্যে বাংলাদেশ হয়েছিল ২২তম। তবে এবারের আসরে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস জিয়াউল হকের, ‘আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। গত আসরে অভিজ্ঞতার অভাবে ফলটা সুখকর ছিল না। কিন্তু এবার আশা করি ষোলো দলের মধ্যে থাকতে পারব।’ টুর্নামেন্টে বাংলাদেশ ব্রিজ দলকে পৃষ্ঠপোষকতা করবে চ্যানেল আই।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ