‘দলের লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে নেতা-কর্মীদের ঐকবদ্ধ থাকার আহবান’
এস এম রেজাউল করিম,ঝালকাঠি অফিস: ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঝালকাঠি সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের একটি হেটেলের হলরুমে পরিচিতি সভায় সংগঠনের সদর উপজেলা সভাপতি নাসির উদ্দীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় রাজনৈতিক উপদেষ্টা
অধ্যাপক আশরাফ আলী আকন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলাসভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন। সদর উপজেলা সাধারন সম্পাদক মাইনুল হকের সঞ্চালনায় সঞ্চালনা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন রাজনৈতিক মতাদর্শ নিয়ে নির্দেশনামূলক আলোচনা করেন। দলের লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে নেতা-কর্মীদের ঐকবদ্ধ থাকার আহবান জানান।