দুরপাল্লার বাস-ট্রেনের টিকিট না পেয়ে ভারত ফেরত যাত্রীরা মহাবিপাকে
সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, আমাদের টিকেট সব অনলাইনে বিক্রি হয়ে গেছে। রোববারের জন্য কিছু টিকিট থাকলেও তাও শেষ হয়ে গেছে সকালেই।
বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সহিদুজ্জামান বলেন, বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেসে’র ২২অগাস্ট পর্যন্ত সকল টিকেট বিক্রি হয়ে গেছে। যেহেতু অনলাইনে টিকিট বিক্রি হয় তাই টিকিট মিলছে না। তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।
বেনাপোল থেকে দুর পাল্লার বাসের টিকিটের দাম বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ করছেন সাইদুর রহমান নামে এক যাত্রী। তিনি বলেন ঢাকাগামী এসি বাসের বাড়া ১ হাজার ৩ ‘শ টাকার বদলে ১ হাজার ৬’শ টাকা আর নন এসি বাসের ৫’শ টাকার ভাড়া এক হাজার টাকা রাখা হচ্ছে।
বেনাপোলের সোহাগ পরিবহনের ম্যানেজার শহীদুল ইসলাম জানান, বেনাপোল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ থাকায় ঢাকা থেকে বাসগুলো আসছে খালি । তাই টিকিটের বাড়তি মূল্য নেওয়া হচ্ছে।