দুরপাল্লার বাস-ট্রেনের টিকিট না পেয়ে ভারত ফেরত যাত্রীরা মহাবিপাকে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দুরপাল্লার বাস-ট্রেনের টিকিট না পেয়ে ভারত ফেরত যাত্রীরা মহাবিপাকে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৯, ২০১৯ ১২:৫২ পূর্বাহ্ণ
A- A A+ Print

দুরপাল্লার বাস-ট্রেনের টিকিট না পেয়ে ভারত ফেরত যাত্রীরা মহাবিপাকে

ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধি: পবিত্র ঈদুল অাযহার ছুটি শেষ হওয়ায় ভারত ফেরত যাত্রীরা   দুর পাল্লার বাসে ও ট্রেনের টিকেট না পেয়ে বেনাপোল সীমান্তে পাসপোর্ট যাত্রীরা পড়েছে মহা বিপাকে।
যারা আগাম টিকেট কেটেছেন তারা ফিরতে পারলেও অন্যরা  বাস ও ট্রে নের কাউন্টারে  টিকেটর অপেক্ষায় রয়েছেন ঘন্টার পর ঘন্টা। কোন দুর পাল্লার বাসে  কোন টিকিট নেই। নারী শিশু ও বৃদ্ধ  যাত্রীরা বাস কাউন্টারে বিশ্রামাগারে অপেক্ষা করতে দেখা গেছে।
রোববার অনেকে ঢাকার পথে সরাসারি বাস না পেয়ে লোকাল বাসে করে যশোর যাচ্ছে। সেখান থেকে  নানা কৌশলে গন্তব্যে পৌছাতে হচ্ছে।  ভোগান্তির মধ্যে অনেক যাত্রী আবার বাড়তি ভাড়া’ নেওয়ার অভিযোগ তুলেছেন  পরিবহন কর্তৃপক্ষ বিরুদ্ধে।

সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, আমাদের টিকেট সব অনলাইনে বিক্রি হয়ে গেছে। রোববারের জন্য কিছু টিকিট থাকলেও তাও শেষ হয়ে গেছে সকালেই।

ঢাকার মিরপুরের রতন কোলকাতা গিয়েছিলেন বেড়াতে তিন বন্ধুর সঙ্গে নিয়ে।   বেনাপোলে এসে কোন টিকিট না পেয়ে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাদের আর ঢাকায় ফেরা হলো না। তবে সোমবারের বাসের টিকিট নিয়ে বাড়ি ফিরতে চান তারা।

বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সহিদুজ্জামান বলেন, বেনাপোল থেকে ঢাকাগামী  ‘বেনাপোল এক্সপ্রেসে’র ২২অগাস্ট পর্যন্ত সকল টিকেট বিক্রি হয়ে গেছে। যেহেতু অনলাইনে টিকিট বিক্রি হয় তাই টিকিট মিলছে না।  তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

বেনাপোল থেকে  দুর পাল্লার বাসের টিকিটের দাম বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ করছেন সাইদুর রহমান নামে এক যাত্রী।  তিনি বলেন ঢাকাগামী এসি বাসের বাড়া ১ হাজার ৩ ‘শ টাকার বদলে ১ হাজার ৬’শ টাকা আর নন এসি বাসের ৫’শ টাকার ভাড়া এক হাজার টাকা রাখা হচ্ছে।

বেনাপোলের সোহাগ পরিবহনের  ম্যানেজার শহীদুল ইসলাম জানান, বেনাপোল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ থাকায় ঢাকা থেকে বাসগুলো আসছে খালি । তাই টিকিটের বাড়তি মূল্য নেওয়া হচ্ছে।

দৈনিক বরিশাল ২৪

দুরপাল্লার বাস-ট্রেনের টিকিট না পেয়ে ভারত ফেরত যাত্রীরা মহাবিপাকে

সোমবার, আগস্ট ১৯, ২০১৯ ১২:৫২ পূর্বাহ্ণ
ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধি: পবিত্র ঈদুল অাযহার ছুটি শেষ হওয়ায় ভারত ফেরত যাত্রীরা   দুর পাল্লার বাসে ও ট্রেনের টিকেট না পেয়ে বেনাপোল সীমান্তে পাসপোর্ট যাত্রীরা পড়েছে মহা বিপাকে।
যারা আগাম টিকেট কেটেছেন তারা ফিরতে পারলেও অন্যরা  বাস ও ট্রে নের কাউন্টারে  টিকেটর অপেক্ষায় রয়েছেন ঘন্টার পর ঘন্টা। কোন দুর পাল্লার বাসে  কোন টিকিট নেই। নারী শিশু ও বৃদ্ধ  যাত্রীরা বাস কাউন্টারে বিশ্রামাগারে অপেক্ষা করতে দেখা গেছে।
রোববার অনেকে ঢাকার পথে সরাসারি বাস না পেয়ে লোকাল বাসে করে যশোর যাচ্ছে। সেখান থেকে  নানা কৌশলে গন্তব্যে পৌছাতে হচ্ছে।  ভোগান্তির মধ্যে অনেক যাত্রী আবার বাড়তি ভাড়া’ নেওয়ার অভিযোগ তুলেছেন  পরিবহন কর্তৃপক্ষ বিরুদ্ধে।

সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, আমাদের টিকেট সব অনলাইনে বিক্রি হয়ে গেছে। রোববারের জন্য কিছু টিকিট থাকলেও তাও শেষ হয়ে গেছে সকালেই।

ঢাকার মিরপুরের রতন কোলকাতা গিয়েছিলেন বেড়াতে তিন বন্ধুর সঙ্গে নিয়ে।   বেনাপোলে এসে কোন টিকিট না পেয়ে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাদের আর ঢাকায় ফেরা হলো না। তবে সোমবারের বাসের টিকিট নিয়ে বাড়ি ফিরতে চান তারা।

বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সহিদুজ্জামান বলেন, বেনাপোল থেকে ঢাকাগামী  ‘বেনাপোল এক্সপ্রেসে’র ২২অগাস্ট পর্যন্ত সকল টিকেট বিক্রি হয়ে গেছে। যেহেতু অনলাইনে টিকিট বিক্রি হয় তাই টিকিট মিলছে না।  তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

বেনাপোল থেকে  দুর পাল্লার বাসের টিকিটের দাম বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ করছেন সাইদুর রহমান নামে এক যাত্রী।  তিনি বলেন ঢাকাগামী এসি বাসের বাড়া ১ হাজার ৩ ‘শ টাকার বদলে ১ হাজার ৬’শ টাকা আর নন এসি বাসের ৫’শ টাকার ভাড়া এক হাজার টাকা রাখা হচ্ছে।

বেনাপোলের সোহাগ পরিবহনের  ম্যানেজার শহীদুল ইসলাম জানান, বেনাপোল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ থাকায় ঢাকা থেকে বাসগুলো আসছে খালি । তাই টিকিটের বাড়তি মূল্য নেওয়া হচ্ছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমাধ্যমিক পাঠ বন্ধ হচ্ছে   ভোটের মাঠে জিততে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ আবুল কালাম শাহীন   জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা, যা বললেন পার্টির চেয়ারম্যান   কালের কন্ঠের বরিশাল ব্যুরো চীফ রফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত   বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করলেন জেলা প্রশাসক   এ্যডুকেশন সেন্টার এর সাবেক শিক্ষার্থী সোয়েবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ   বিভিন্ন দাবিতে ২০ মার্চ সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন   বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা   বরিশাল মহানগরীর পলাশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালিত   এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে   আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন : গণশিক্ষা উপদেষ্টা   ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, আশা জাতিসংঘ মহাসচিবের   চাঁদপাশা হাইস্কুল ও কলেজের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ   জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন ফ্যাসিবাদবিরোধী নেতা ইকবাল হোসেন তাপস   আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ   ডিপিএলের তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়, তামিমের সেঞ্চুরি   শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষা   বরিশাল বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত   নজির আহাম্মদ সওঃ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে সহিদ স্মৃতি একাদশ জয়ী