‘দৃষ্টিভঙ্গী বদলান, পুলিশই হবে আপনার প্রিয় বন্ধু’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘দৃষ্টিভঙ্গী বদলান, পুলিশই হবে আপনার প্রিয় বন্ধু’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৭, ২০১৯ ৭:৩৫ অপরাহ্ণ
A- A A+ Print

‘দৃষ্টিভঙ্গী বদলান, পুলিশই হবে আপনার প্রিয় বন্ধু’

সারাদেশে পুলিশ কতৃককৃষকের  পাঁকা ধান কেটে দেয়া,পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া,সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এসে দাঁড়ানো এমনকি সম্প্রতি সময়ে বিভিন্ন জেলায় সাধারন পরিবারের সদস্যদের বিনা ঘুষে পুলিশে চাকরি পাৗযাকে বর্তমান সময়ে একটি ইতিবাচক দিক বলে মনে করেন সেচ্ছাসেবী সংগঠন বিডি-ক্লিন এর প্রধান সমন্ময়ক মো: ফরিদ উদ্দিন।

সামাজিক কাজের সাথে যুক্ত পুলিশ ডিপার্টমেন্ট এর অন্যতম একজন অফিসার রাজধানীর তেজগাঁও ডিভিশনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব সরকার বিপিএম,পিপিএম-কে নিয়ে দৈনিক বরিশাল ২৪.কম এ লিখেছেন মো: ফরিদ উদ্দিন।

#পুলিশ_খুব_খারাপ এ কথাটি তখনই চিরন্তন সত্য যখন জেনে বুঝে আমরা আইন লংঘন করে অন্যায় কাজে লিপ্ত থাকি। আমরা খারাপ কাজ করেই যাব আর সেসময় আমাদের উদ্দেশ্যে আইনের হাত বাড়ালেই পুলিশ হয়ে যায় খুব খারাপ। আসুন দৃষ্টভঙ্গী পালটে একবার অন্যায় বা খারাপ কাজ থেকে বিরত থাকি, তাহলে দেখবেন পুলিশই হবে আপনার অন্যতম প্রিয় বন্ধু।

আগে সচরাচর সামাজিক কাজে যুক্ত হতে পুলিশকে এতবেশী দেখা যেতোনা, যতটা এখন দেখতে পাই। যে কোন সামাজিক কাজে পুলিশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দেখে বলাই যায় যে, বর্তমান সময়ে পুলিশ জনগণের প্রিয় বন্ধু হতে চায়।

আমরা নাগরিকগণ যদি ইতিবাচকভাবে পুলিশকে শুধু গ্রহন করে নেই তবে পুলিশ তাদের ইতিবাচক কাজ দিয়ে বাংলাদেশকে স্থায়ীভাবে পালটে দিতে সক্ষম হবে। নিজেদের দায়িত্ব পালনের বাইরেও পুলিশ এখন প্রায় সকল সামাজিক কাজেই অংশগ্রহন করে থাকেন।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার, সুবিধাবঞ্চিত শিশুদের সুবিধা প্রদান, গরীব কৃষকের ধান কেটে দেওয়া, জনদুর্ভোগ এড়াতে রাস্তা মেরামত সহ নানান সামাজিক কাজে পুলিশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন এখন চোখে পড়ার মত।

এমনি নিয়মিত সামাজিক কাজের সাথে যুক্ত পুলিশ ডিপার্টমেন্টের অন্যতম একজন   অফিসার  #বিপ্লব_সরকার  বিপিএম, পিপিএম। যিনি বর্তমানে তেজগাঁও ডিভিশন, ঢাকা এর উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই দাদাকে খুব কাছে থেকে দেখেছি। দেখেছি তার সততা ও বুক ভরা সাহস। অন্যায়ের কাছে কখনও মাথা নত করতে দেখিনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা দাদা।

একদিন আপনার হাত ধরেই পুলিশ ডিপার্টমেন্টের সকল অফিসার সামাজিক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করবে বলে বিশ্বাস করি। অনেক অনেক অনেক শুভকামনা দাদা। মহান আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন সেই সাথে দান করুন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অপার শক্তি ও সামর্থ্য।

দৈনিক বরিশাল ২৪

‘দৃষ্টিভঙ্গী বদলান, পুলিশই হবে আপনার প্রিয় বন্ধু’

বুধবার, আগস্ট ৭, ২০১৯ ৭:৩৫ অপরাহ্ণ | আপডেটঃ আগস্ট ০৭, ২০১৯ ৭:৩৬ অপরাহ্ণ

সারাদেশে পুলিশ কতৃককৃষকের  পাঁকা ধান কেটে দেয়া,পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া,সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এসে দাঁড়ানো এমনকি সম্প্রতি সময়ে বিভিন্ন জেলায় সাধারন পরিবারের সদস্যদের বিনা ঘুষে পুলিশে চাকরি পাৗযাকে বর্তমান সময়ে একটি ইতিবাচক দিক বলে মনে করেন সেচ্ছাসেবী সংগঠন বিডি-ক্লিন এর প্রধান সমন্ময়ক মো: ফরিদ উদ্দিন।

সামাজিক কাজের সাথে যুক্ত পুলিশ ডিপার্টমেন্ট এর অন্যতম একজন অফিসার রাজধানীর তেজগাঁও ডিভিশনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব সরকার বিপিএম,পিপিএম-কে নিয়ে দৈনিক বরিশাল ২৪.কম এ লিখেছেন মো: ফরিদ উদ্দিন।

#পুলিশ_খুব_খারাপ এ কথাটি তখনই চিরন্তন সত্য যখন জেনে বুঝে আমরা আইন লংঘন করে অন্যায় কাজে লিপ্ত থাকি। আমরা খারাপ কাজ করেই যাব আর সেসময় আমাদের উদ্দেশ্যে আইনের হাত বাড়ালেই পুলিশ হয়ে যায় খুব খারাপ। আসুন দৃষ্টভঙ্গী পালটে একবার অন্যায় বা খারাপ কাজ থেকে বিরত থাকি, তাহলে দেখবেন পুলিশই হবে আপনার অন্যতম প্রিয় বন্ধু।

আগে সচরাচর সামাজিক কাজে যুক্ত হতে পুলিশকে এতবেশী দেখা যেতোনা, যতটা এখন দেখতে পাই। যে কোন সামাজিক কাজে পুলিশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দেখে বলাই যায় যে, বর্তমান সময়ে পুলিশ জনগণের প্রিয় বন্ধু হতে চায়।

আমরা নাগরিকগণ যদি ইতিবাচকভাবে পুলিশকে শুধু গ্রহন করে নেই তবে পুলিশ তাদের ইতিবাচক কাজ দিয়ে বাংলাদেশকে স্থায়ীভাবে পালটে দিতে সক্ষম হবে। নিজেদের দায়িত্ব পালনের বাইরেও পুলিশ এখন প্রায় সকল সামাজিক কাজেই অংশগ্রহন করে থাকেন।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার, সুবিধাবঞ্চিত শিশুদের সুবিধা প্রদান, গরীব কৃষকের ধান কেটে দেওয়া, জনদুর্ভোগ এড়াতে রাস্তা মেরামত সহ নানান সামাজিক কাজে পুলিশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন এখন চোখে পড়ার মত।

এমনি নিয়মিত সামাজিক কাজের সাথে যুক্ত পুলিশ ডিপার্টমেন্টের অন্যতম একজন   অফিসার  #বিপ্লব_সরকার  বিপিএম, পিপিএম। যিনি বর্তমানে তেজগাঁও ডিভিশন, ঢাকা এর উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই দাদাকে খুব কাছে থেকে দেখেছি। দেখেছি তার সততা ও বুক ভরা সাহস। অন্যায়ের কাছে কখনও মাথা নত করতে দেখিনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা দাদা।

একদিন আপনার হাত ধরেই পুলিশ ডিপার্টমেন্টের সকল অফিসার সামাজিক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করবে বলে বিশ্বাস করি। অনেক অনেক অনেক শুভকামনা দাদা। মহান আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন সেই সাথে দান করুন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অপার শক্তি ও সামর্থ্য।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমাধ্যমিক পাঠ বন্ধ হচ্ছে   ভোটের মাঠে জিততে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ আবুল কালাম শাহীন   জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা, যা বললেন পার্টির চেয়ারম্যান   কালের কন্ঠের বরিশাল ব্যুরো চীফ রফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত   বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করলেন জেলা প্রশাসক   এ্যডুকেশন সেন্টার এর সাবেক শিক্ষার্থী সোয়েবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ   বিভিন্ন দাবিতে ২০ মার্চ সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন   বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা   বরিশাল মহানগরীর পলাশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালিত   এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে   আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন : গণশিক্ষা উপদেষ্টা   ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, আশা জাতিসংঘ মহাসচিবের   চাঁদপাশা হাইস্কুল ও কলেজের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ   জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন ফ্যাসিবাদবিরোধী নেতা ইকবাল হোসেন তাপস   আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ   ডিপিএলের তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়, তামিমের সেঞ্চুরি   শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষা   বরিশাল বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত   নজির আহাম্মদ সওঃ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে সহিদ স্মৃতি একাদশ জয়ী