“দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো” - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪“দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো” - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ
A- A A+ Print

“দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো”

অনলাইন নিউজ: দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ আগস্ট) সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের আপামর মানুষকেও শুভেচ্ছা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেজন্য দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে, তারা আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই তাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা আমি দেবো। দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

সরকার প্রধান বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মানুষের জীবনমান উন্নত হচ্ছে, দারিদ্র্য হ্রাস পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই তার সরকার কাজ করে যাচ্ছে।’

শোকাবহ ১৫ আগস্ট স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বজন হারানোর বেদনা নিয়ে যারা বেঁচে আছেন, তারাই শুধু বুঝতে পারবেন আমাদের মনের কষ্ট। জীবনের সবকিছু ত্যাগ করে নিজেকে উৎসর্গ করেছি— বাংলার মানুষের ভাগ্য গড়ে তোলার জন্য।’

বেলা ১১টার দিকে গণভবনে সমবেত দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সামনে আসেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল তার সঙ্গে ছিলেন। শুভেচ্ছা বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মী, বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতে উপস্থিত নেতাকর্মী, দেশবাসীসহ প্রবাসী বাঙালিদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। আগস্ট মাস আসলে কষ্ট ও ব্যথা নেমে আসে। এই কষ্ট-দুঃখ-বেদনা সবকিছু বুকে ধারণ করেও জীবনের সবকিছু ত্যাগ করে উৎসর্গ করেছি নিজেকে, বাংলার মানুষের ভাগ্য গড়ে তোলার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমার সব সময় এই কথাই মনে হয়, বাংলাদেশের মানুষ একটু ভালো থাকলে আমার বাবা-মায়ের আত্মা শান্তি পাবে এবং যে স্বপ্নটা তিনি (বঙ্গবন্ধু) দেখেছিলেন— ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার, সেটুকু করে দেওয়াই আমার লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন, মুত্যু বরণ করেছেন, আহত হয়েছেন, অনেক পরিবার স্বজন হারানোর বেদনা নিয়ে বেঁচে আছে, তাদের সবাইকে আমি স্মরণ করছি।’

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে’ প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে সারাবিশ্বের কাছে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমাদের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। বাংলাদেশের মানুষ যেন সুন্দর জীবন পায়, বাংলাদেশের মানুষের জীবন যেন উন্নত হয়। বাংলাদেশকে আর কোনদিনও যেন খাটো করে দেখতে না পারে, বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে চলতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

ঈদের খুশি সবার ঘরে ঘরে আসুক প্রার্থনা করে শেখ হাসিনা বলেন, ‘ত্যাগের মহিমায় মহিমান্বিত এই দিনে মানুষকে মানুষের জন্য, মানুষের কল্যাণে যেকোনও ত্যাগ স্বীকারের জন্য আরও উৎসাহ পাবে এবং দেশ যেন আরও উন্নত হয়।’

শেখ হাসিনা বলেন, ‘মাত্র কয়েকদিন আগে আমার চোখের অপারেশন হয়েছে। আসলে বয়স হয়ে গেছে, দেখতেও কম পাই। ছানির অপারেশন করতে হয়েছে। সেই ছানি অপারেশনের এখনও একমাস পূর্ণ হয়নি। এখনও ওষুধ নিতে হচ্ছে। আপনারা দোয়া করবেন, যেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যেতে পারি।’

দৈনিক বরিশাল ২৪

“দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো”

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ

অনলাইন নিউজ: দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ আগস্ট) সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের আপামর মানুষকেও শুভেচ্ছা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেজন্য দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে, তারা আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই তাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা আমি দেবো। দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

সরকার প্রধান বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মানুষের জীবনমান উন্নত হচ্ছে, দারিদ্র্য হ্রাস পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই তার সরকার কাজ করে যাচ্ছে।’

শোকাবহ ১৫ আগস্ট স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বজন হারানোর বেদনা নিয়ে যারা বেঁচে আছেন, তারাই শুধু বুঝতে পারবেন আমাদের মনের কষ্ট। জীবনের সবকিছু ত্যাগ করে নিজেকে উৎসর্গ করেছি— বাংলার মানুষের ভাগ্য গড়ে তোলার জন্য।’

বেলা ১১টার দিকে গণভবনে সমবেত দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সামনে আসেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল তার সঙ্গে ছিলেন। শুভেচ্ছা বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মী, বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতে উপস্থিত নেতাকর্মী, দেশবাসীসহ প্রবাসী বাঙালিদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। আগস্ট মাস আসলে কষ্ট ও ব্যথা নেমে আসে। এই কষ্ট-দুঃখ-বেদনা সবকিছু বুকে ধারণ করেও জীবনের সবকিছু ত্যাগ করে উৎসর্গ করেছি নিজেকে, বাংলার মানুষের ভাগ্য গড়ে তোলার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমার সব সময় এই কথাই মনে হয়, বাংলাদেশের মানুষ একটু ভালো থাকলে আমার বাবা-মায়ের আত্মা শান্তি পাবে এবং যে স্বপ্নটা তিনি (বঙ্গবন্ধু) দেখেছিলেন— ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার, সেটুকু করে দেওয়াই আমার লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন, মুত্যু বরণ করেছেন, আহত হয়েছেন, অনেক পরিবার স্বজন হারানোর বেদনা নিয়ে বেঁচে আছে, তাদের সবাইকে আমি স্মরণ করছি।’

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে’ প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে সারাবিশ্বের কাছে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমাদের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। বাংলাদেশের মানুষ যেন সুন্দর জীবন পায়, বাংলাদেশের মানুষের জীবন যেন উন্নত হয়। বাংলাদেশকে আর কোনদিনও যেন খাটো করে দেখতে না পারে, বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে চলতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

ঈদের খুশি সবার ঘরে ঘরে আসুক প্রার্থনা করে শেখ হাসিনা বলেন, ‘ত্যাগের মহিমায় মহিমান্বিত এই দিনে মানুষকে মানুষের জন্য, মানুষের কল্যাণে যেকোনও ত্যাগ স্বীকারের জন্য আরও উৎসাহ পাবে এবং দেশ যেন আরও উন্নত হয়।’

শেখ হাসিনা বলেন, ‘মাত্র কয়েকদিন আগে আমার চোখের অপারেশন হয়েছে। আসলে বয়স হয়ে গেছে, দেখতেও কম পাই। ছানির অপারেশন করতে হয়েছে। সেই ছানি অপারেশনের এখনও একমাস পূর্ণ হয়নি। এখনও ওষুধ নিতে হচ্ছে। আপনারা দোয়া করবেন, যেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যেতে পারি।’

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’