দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি

শহিদুল ইসলামঃ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক সাংবাদিক শামীম আহমেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে সাংবাদিক শামীম আহমেদ এর অসুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ তিনি মাথা ঘুড়িয়ে পরে যান। এরপর দ্রুত তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে জরুরী বিভাগে ভর্তি করা হয়। সাংবাদিক শামীম আহমেদ বর্তমানে আশংকা মুক্ত রয়েছেন বলে স্বজনরা প্রতিবেদককে জানিয়েছেন।
এদিকে সাংবাদিক শামীম আহমেদ এর অসুস্থতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁর শারিরীক খোঁজ খবর নেন দৈনিক বরিশাল২৪.কম-এর যুগ্ম সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান। বরিশালের মিডিয়া অঙ্গনের প্রবীণ এই জনপ্রিয় সাংবাদিক শামীম আহমেদ এর দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।