দৈনিক বরিশাল২৪.কম-এ খবর প্রকাশ, লাল বিবির পাশে সেজান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দৈনিক বরিশাল২৪.কম-এ খবর প্রকাশ, লাল বিবির পাশে সেজান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৯, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

দৈনিক বরিশাল২৪.কম-এ খবর প্রকাশ, লাল বিবির পাশে সেজান

মো: আব্বাস উদ্দিন,বরিশাল: অবশেষে মানবতার জয় হল। বাউফলের সেই বৃদ্ধ স্বামী সন্তান হারা নারী লাল বিবির পাশে দাড়ালেন ২নং কালিশুরীর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তরুন সমাজ সেবক মো: সেজান সিকদার  এবং মাজেদা মেমোরিয়াল হসপিটালের ডাঃ রাকিবুল হাসান জনি । তারা লাল বিবিকে চিকিৎসার যাবতয়ীয় খরচ চালানো সহ ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছেন।

নিশ্ব অসহায় নারী লাল বিবিকে নিয়ে “ বাউফলের স্বামী সন্তান হারা বৃদ্ধ লাল বিবি কি এভাবেই মরে যাবে!” শিরোনামে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল ২৪.কম – একটি বিশেষ প্রতিবেন প্রকাশিত হয়। এতে প্রশাসন সহ সমাজের বৃত্তবান সহ সব শ্রেণীর মানুষ কে এগিয়ে আসার আহবান জানানো হয়। লাল বিবিকে গতকাল ২৮ জুন শুক্রবার ডাক্তার দেখানো হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের অন্তর্গত রাজাপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোসাম্মৎ লাল বিবি (যাকে লোকে চেনে লালভী নামে) যেন পটুয়াখালী জেলার আসমানী (পল্লী কবি জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা ‘আসমানী’ স্মর্তব্য)।

স্বামী মোঃ আইনউদ্দীন গাজী মারা গেছেন ৩০ বছর আগে; ভাগ্যবিড়ম্বিত এ নারীর নেই নিজের কোন সন্তান-সন্ততিও। সৎ ছেলে ফোরকান তার বাবার দ্বিতীয় স্ত্রী লাল বিবিকে কখনও ভাল চোখে দেখেনি এবং এখনও তাঁর সাথে কোন সম্পর্ক রাখে না।

সহায়-সম্বলহীন অশীতিপর লাল বিবির নিজের শারীরিক সামর্থ্য নেই আয়মূলক কোন কাজ করার। তিনি সরকারের তরফ থেকে যে বয়স্ক ভাতা পান, সেটাও তাঁর প্রয়োজনের তুলনায় একেবারেই নগন্য। সে টাকার সাথে প্রতিবেশীদের করা সাহায্যটুকু জোড়াতালি দিয়ে তাঁকে চলতে হয় খুব কষ্টে-সৃষ্টে।

পরের জায়গায় তৈরি যে ঘরটা ভূমিহীন লাল বিবির মাথা গোঁজার ঠাই, বৃষ্টি হলেই তার জীর্ণ চাল দিয়ে পানি গড়িয়ে পড়ে। তাছাড়া দিনে-রাতে পোকামাকড় ঘরে উঠে সৃষ্টি করে বিরাট বিড়ম্বনার। আর্থিক দৈন্যের কারণে এসবের সমাধান করা তাঁর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।

তাছাড়া পরগাছার মত করে প্রতিবেশিদের ওপর নির্ভরতার মাধ্যমে মানবেতর জীবন নির্বাহ করা মোটেই সহজ বা স্বস্তিকর ব্যাপার নয়। গোঁদের ওপর বিষফোড়ার মত হয়ে তাঁকে এখন জ্বালিয়ে মারছে সম্প্রতি তৈরি হওয়া একটা আপদ, আর সেটা হল, ভাতের গরম মাড় লেগে তাঁর বুকের বাম পাশের কিছুটা অংশ ঝলসে গেছে।

অভাবের কারণে তাঁর চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে না, ওষুধ খেতে পারছেন না টাকার অভাবে। এমতাবস্থায় লাল বিবির খুবই প্রয়োজন সরকারী সাহায্য-সহযোগিতা। সরকার যদি তাঁর বর্তমান ক্ষতের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাঁর বর্তমান বসতঘর মেরামত বা আশ্রয়ণ প্রকল্পে তাঁর আবাসনের ব্যবস্থা গ্রহণ করাসহ তাঁকে নিয়মিতভাবে মোটামুটি পর্যাপ্ত মাসিক আর্থিক সাহায্য প্রাপ্তির ব্যবস্থা করেন, তাহলে এ অশীতিপর বৃদ্ধার দুঃখময় জীবনের শেষ দিনগুলো একটু স্বস্তিতে কাটতে পারে।

দৈনিক বরিশাল ২৪

দৈনিক বরিশাল২৪.কম-এ খবর প্রকাশ, লাল বিবির পাশে সেজান

শনিবার, জুন ২৯, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ১৪, ২০১৯ ১:০৬ পূর্বাহ্ণ

মো: আব্বাস উদ্দিন,বরিশাল: অবশেষে মানবতার জয় হল। বাউফলের সেই বৃদ্ধ স্বামী সন্তান হারা নারী লাল বিবির পাশে দাড়ালেন ২নং কালিশুরীর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তরুন সমাজ সেবক মো: সেজান সিকদার  এবং মাজেদা মেমোরিয়াল হসপিটালের ডাঃ রাকিবুল হাসান জনি । তারা লাল বিবিকে চিকিৎসার যাবতয়ীয় খরচ চালানো সহ ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছেন।

নিশ্ব অসহায় নারী লাল বিবিকে নিয়ে “ বাউফলের স্বামী সন্তান হারা বৃদ্ধ লাল বিবি কি এভাবেই মরে যাবে!” শিরোনামে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল ২৪.কম – একটি বিশেষ প্রতিবেন প্রকাশিত হয়। এতে প্রশাসন সহ সমাজের বৃত্তবান সহ সব শ্রেণীর মানুষ কে এগিয়ে আসার আহবান জানানো হয়। লাল বিবিকে গতকাল ২৮ জুন শুক্রবার ডাক্তার দেখানো হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের অন্তর্গত রাজাপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোসাম্মৎ লাল বিবি (যাকে লোকে চেনে লালভী নামে) যেন পটুয়াখালী জেলার আসমানী (পল্লী কবি জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা ‘আসমানী’ স্মর্তব্য)।

স্বামী মোঃ আইনউদ্দীন গাজী মারা গেছেন ৩০ বছর আগে; ভাগ্যবিড়ম্বিত এ নারীর নেই নিজের কোন সন্তান-সন্ততিও। সৎ ছেলে ফোরকান তার বাবার দ্বিতীয় স্ত্রী লাল বিবিকে কখনও ভাল চোখে দেখেনি এবং এখনও তাঁর সাথে কোন সম্পর্ক রাখে না।

সহায়-সম্বলহীন অশীতিপর লাল বিবির নিজের শারীরিক সামর্থ্য নেই আয়মূলক কোন কাজ করার। তিনি সরকারের তরফ থেকে যে বয়স্ক ভাতা পান, সেটাও তাঁর প্রয়োজনের তুলনায় একেবারেই নগন্য। সে টাকার সাথে প্রতিবেশীদের করা সাহায্যটুকু জোড়াতালি দিয়ে তাঁকে চলতে হয় খুব কষ্টে-সৃষ্টে।

পরের জায়গায় তৈরি যে ঘরটা ভূমিহীন লাল বিবির মাথা গোঁজার ঠাই, বৃষ্টি হলেই তার জীর্ণ চাল দিয়ে পানি গড়িয়ে পড়ে। তাছাড়া দিনে-রাতে পোকামাকড় ঘরে উঠে সৃষ্টি করে বিরাট বিড়ম্বনার। আর্থিক দৈন্যের কারণে এসবের সমাধান করা তাঁর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।

তাছাড়া পরগাছার মত করে প্রতিবেশিদের ওপর নির্ভরতার মাধ্যমে মানবেতর জীবন নির্বাহ করা মোটেই সহজ বা স্বস্তিকর ব্যাপার নয়। গোঁদের ওপর বিষফোড়ার মত হয়ে তাঁকে এখন জ্বালিয়ে মারছে সম্প্রতি তৈরি হওয়া একটা আপদ, আর সেটা হল, ভাতের গরম মাড় লেগে তাঁর বুকের বাম পাশের কিছুটা অংশ ঝলসে গেছে।

অভাবের কারণে তাঁর চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে না, ওষুধ খেতে পারছেন না টাকার অভাবে। এমতাবস্থায় লাল বিবির খুবই প্রয়োজন সরকারী সাহায্য-সহযোগিতা। সরকার যদি তাঁর বর্তমান ক্ষতের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাঁর বর্তমান বসতঘর মেরামত বা আশ্রয়ণ প্রকল্পে তাঁর আবাসনের ব্যবস্থা গ্রহণ করাসহ তাঁকে নিয়মিতভাবে মোটামুটি পর্যাপ্ত মাসিক আর্থিক সাহায্য প্রাপ্তির ব্যবস্থা করেন, তাহলে এ অশীতিপর বৃদ্ধার দুঃখময় জীবনের শেষ দিনগুলো একটু স্বস্তিতে কাটতে পারে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে পুলিশের ত্রাণ বিতরণ   ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস