দৈনিক বরিশাল ২৪ এর প্রকাশকের তাইওয়ান ব্যবসায়ি প্রতিনিধি‘র সৌজন্য সাক্ষাত
সোহেল আহমেদ,চট্টগ্রাম থেকে: বাংলাদেশে বসবাসরত তাইওয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে জনপ্রিয় অনলাইন নিউজ পত্রিকা দৈনিক বরিশাল ২৪.কম এর প্রকাশক মোসাম্মাৎ মনোয়ারা বেগমের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রামের ভাড়ায় বাসায় অনির্ধারিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইপিজেড এর পতেঙ্গা ফুটওয়্যার সু কোম্পনী প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মি.স্টিভ চেন।
এছাড়াও , পতেঙ্গা ফুটওয়্যার সু কোম্পানীর জেনারেল ম্যানেজার মো: জাকির হোসেন, প্রগ্রাম অফিসার মি.ডেনিস,প্রোডাকশন ম্যানেজার এম এ লতিফ, দৈনিক বরিশাল ২৪.কম এর যুগ্ন সম্পাদক মো: মনিরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এসময় মি.স্টিভ চেন বলেন, ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত পরিবেশ বান্দব। এ দেশের মানুষেরা খুবই আন্তরিক। এক অপরের মধ্যে সম্প্রীতির সুন্দর মনোভাব কাজ করে সকলের মাঝে। যা দেশী বিদেশী যে কোনো শিল্পকারখানা গড়ে তোলার জন্য অনুপ্রেরনা দেয়।
বর্তমান সরকারকে শিল্পোবান্দব সরকার উল্লেখ করে মি. স্টিভ চেন বলেন, সরকারের পাশাপাশি সকলের সহযোগীতায় এদেশ ক্রমান্নয়ে উন্নতির দিকে এগিয়ে যাবে। আরো বেশি শিল্পোকারখানা গড়ে উঠলে বেকারত্ত কমে আসবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশরে মানুষের সুস্বাস্থ কামনা করে মি.স্টিভ চেন সকলকে নিয়মীত খাদ্যভ্যাস গড়ে তোলার ওপরে গুরুত্বারোপ করেন। তিনি বলেন সঠিক সময়ে খাবার গ্রহন করলে মানুষের মরীর ভালো থাকে। আর একজন মানুষ সুস্থ থাকলে তার দৈনন্দিন কাজের প্রতিওমেনোযোগ বাড়ে বলেমি. স্টিভ চেন মনে করেন।
তাইওয়ান ব্যবসায়ি প্রতিনিধি সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে মো: জাকির হোসেন জানান,মি.স্টিভ চেন অত্যন্ত ভালো মনর মানুষ। তিনি তার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীর সাথে সুসম্পর্ক বজায় রেখে সফলতার সাথে বাংলাদেশে ব্যবসায় পরিচালনা করে যাচ্ছেন। সেই ৯০ দশক থেকে এদেশে ব্যবসায় পরিচালনা করে আসছেন।
বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে মি.স্টিভ চেন বলিষ্ট ভূমিকা পালন করছেন। তার কল্যাণে হাজার হাজার বেকার কর্মসংস্থানের সুযোগ পেয়েছে বলে জানান পতেঙ্গা ফুটওয়্যার সু কোম্পারির এই জেনারেল ম্যানেজার মো: জাকির হোসেন।