দৈনিক বরিশাল ২৪.কম-এ ভোলা জেলার ব্যুরো প্রধান হলেন রফিক সাদি
শামিম আহমেদ: জনপ্রিয় অনলাইন নিউজ পত্রিকা দৈনিক বরিশাল ২৪.কম- ভোলা জেলার ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত সাংবাদিক মো: রফিক সাদি।
সাংবাদিক রফিক সাদি আমাদের নতুন সময় টেলিভিশনে কাজ করছেন। এছারাও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকা ও আঞ্চলিক একাধিক প্রিন্ট মিডিয়ায় সুনামের সাথে দ্বায়িত্ব পালন করছেন।
৩ মেয়ে ১ ছেলের পিতা এই সাংবাদিক পেশায় একজন শিক্ষক। সমাজ সচেতনতায় সাংবাদিকতায় তার রয়েছে দারুন সুনাম। তিনি ১৯৭৭ সালে ভোলা জেলার লালমোহন উপজেলায় জন্মগ্রহন করেন।
পেশা শিক্ষক ও ব্যবসা সাংবাদিকতা কে নিজের প্রয়োজনে ব্যবহার না করে সমাজের স্বার্থে কাজ করলে তাতে জীবনও স্বার্থক হবে, মানবতারও কল্যাণ হবে এমন মানসিকতা নিয়ে আজ ২৩আগস্ট শুক্রবার থেকে সাংবাদিক রফিক সাদি দৈনিক বরিশাল ২৪ .কম-এ সততার সাথে দ্বায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য সাংবাদিক রফিক সাদি ১৯৯৪ সাল থেকে তজুমদ্দিন উপজেলায় সাংবাদিকতা শুরু করেন।
সম্পাদনায়: শামীম আহমেদ।