নজির আহাম্মদ সওঃ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে সহিদ স্মৃতি একাদশ জয়ী

ফারজানা আকতার, চট্টগ্রাম (ইপিজেড) থেকেঃ চট্টগ্রাম ইপিজেড থানার নিউমুরিং এলাকার নজির আহাম্মদ সওঃস্মৃতি সংঘ কতৃক আয়োজিত দিবারাত্রী উন্মুক্ত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেমেন্টর নিজেদের প্রথম ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছে মরহুম সহিদ স্মৃতি একাদশ।
সোমবার দিবাগত রাতে অনুষ্ঠিত ওই ম্যাচে এনপিএস স্পোর্টিং ক্লাব-এর বিপক্ষে মরহুম সহিদ স্মৃতি একাদশ জয় লাভ করে। এতে ভালো বলিং করে দলকে বিজয়ী করতে সহযোগীতা করায় ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন মোঃ ইফু হোসেন। েখেলায় মোঃ সোয়েব দারুণ ক্যাপ্টেন্সির পরিচয় দিয়ে মোঃ ফরহাদ, মোঃ হাসিব, মোঃ রাকিব সহ সকল খেলোয়ারদের উজ্জিবীত রেখে দলের সর্মথকদের কাছে কাঙ্খিত জয়টি উপহার দেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মরহুম সহিদ স্মৃতি একাদশ ক্রিকেট টিমের পৃষ্ঠপোষকতায় রয়েছে নিউমুরিং এর ধানসিঁড়ি আদর্শ কে.জি স্কুল।