নদীর মৎস্যসম্পদ অবৈধভাবে ধ্বংশ করবেননা: বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী
শামীম আহমেদ:নদীর মৎস্যসম্পদ অবৈধভাবে ধ্বংশ করবেননা বলে জেলে ও মাছ চাষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল সদর সংসদ সদস্য কর্নেল )অবঃ) জাহিদ ফারুক শামীম।
মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। “ মৎস্য সেক্টরের সমৃদ্বি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এবারের এই প্রতিপ্যাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা,র্যালি ও মাছের পোনা অবমুক্ত করার মধ্যে দিয়ে বরিশালে সপ্তাহ ব্যাপি কর্মসূচীর উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর সংসদ সদস্য কর্নেল )অবঃ) জাহিদ ফারুক শামীম।
বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারক শামীম বলেছেন, আমাদের মৎস্য চাষি জেলেদের আর্থিকভাবে দেখভাল করা গেলে বাংলাদেশ মৎস্য চাষের মাধ্যমে সমৃদ্বশালী হয়ে উঠবে।
এসময় তিনি বলেন, দেশের নদ-নদীতে যে পরিমান ঝাটকা ও রেনু পোনা অবৈধভাবে অহরহ নিধন করা হচ্ছে এতে করে একদিন দেশ থেকে দেশীয় বিভিন্ন জাতের মাছ কাগজে কলমে পাওয়া গেলে বাস্তবে তা দেখা যাবে না।
তাই জেলে ও মৎস্য চাষিরা অবৈধভাবে এসব নদীর সম্পদ ধ্বংশ না করে ওদের বড় করে ধরা হলে একদিকে মৎস্য চাষিরা অর্থনৈতিকভাবে যেমন লাভবান হবে তেমনি দেশ অর্জন করবে প্রচুর বৈদেশিক মূদ্রা।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়া,বরিশাল মৎস্য অধিদপ্তর উপ-পরিচালক ড.মোঃ অলিউর রহমান,জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক ও বরিশাল জেলা মৎস্য অফিসার কৃষিবিদ মোঃ আবু সাইদ সহ জেলার বিভিন্ন মৎস্য চাষিরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে অনুষ্ঠানের মাধ্যমে জেলার ব্রাক ফিসারীজ,আগৈলঝাড়ার সৈকত সরকার,আমিনুল ইসলামকে সহ তিনজনকে শেষ্ট্র মৎস্য চাষিদের হাতে প্রধান অতিথি পানী সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম পুরস্কার তুলে দেন।
পড়ে নগরীর রাজা বাহাদুর সড়কস্থ জেলা প্রশাসকের লেকে প্রধান অতিথি মাছের পোনা অবমুক্ত করেন।
এর আগে সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে এক বণ্যাঢ্য র্যালি বেড় করে র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের সভাস্থলে শেষ করেন।