নারীর টানে গাড়ি থেকে নেমে পড়লেন শাহরুখ!
বিনোদন নিউজ: অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে ভারতীয় চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র উৎসব উপলক্ষে মেলবোর্নে হাজির হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এসময় কিং খানকে দেখতে হাজির হন অসংখ্য ভক্ত।
সেখানে পছন্দের তারকাকে দেখার পর ভক্তরা যেন আকাশের চাঁদ পান। শুধু তাই নয়, শাহরুখ খানকে দেখে, তার সঙ্গে ছবি তোলার জন্য চিৎকার জুড়ে দেন এক নারী ভক্ত।
নারী ভক্তের সেই আকুতি দেখেই গাড়িতে উঠতে গিয়ে আবার নেমে আসেন শাহরুখ খান। গাড়ি থেকে নেমে সেই নারীর সঙ্গে ছবি তোলেন কিং খান। শাহরুখের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
মেলবোর্নে আয়োজিত ভারতীয় চলচ্চিত্র উৎসব চলবে ১৭ আগস্ট পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনির্মাতা শ্রীরাম রাঘবন, জয়া আখতার এবং অভিনেতা অর্জুন কাপুর ও টাবু।