নিউজিল্যান্ড ঝড়ে বিশ্বকাপ থেকে ভারতের বিদায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নিউজিল্যান্ড ঝড়ে বিশ্বকাপ থেকে ভারতের বিদায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১১, ২০১৯ ১২:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

নিউজিল্যান্ড ঝড়ে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়

শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে গেলে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪০ রান তাড়া করে তীরে গিয়ে তরী ডুবল বিরাট কোহলিদের। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড।

বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, এটা সব সময়ই খারাপ ব্যাপার যখন আপনি গোটা প্রতিযোগিতায় ভালো খেললেন, অথচ ৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আপনাকে ছিটকে দিল। নিউজিল্যান্ড সত্যিই ভালো খেলেছে। তারা ভালো খেলেই আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছিল। সেই চাপ সামলে আমরা পরাজয় এড়াতে পারিনি।

বিরাট কোহলি আরও বলেন, বিশ্বকাপের শুরু থেকেই আমরা যেমন লড়াই করেছি, তার জন্য সত্যিই আমরা গর্বিত। আমি বলেই ছিলাম, নকআউটে যে কেউ জিততে পারে। নিউজিল্যান্ড বেশি আত্মবিশ্বাসী ছিল। তবে জাদেরজার প্রশংসা করতেই হয়। সে আজকের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছে।

কোহলিদের বিদায়ে চোঁখ ভাসিয়েছেন ভারতীয় সমর্থকরা। ভারতীয় ক্রিকেট ভক্তদের নিয়ে বিরাট কোহলি বলেন, আমাদের সকল ফ্যানদের ধন্যবাদ। বিশ্বকাপে তারা আমাদের অসাধারণ সাপোর্ট দিয়ছেন। আমাদের সব ম্যাচেই অসংখ্য সমর্থক মাঠে এসেছেন। আমাদের উৎসাহ দিয়ে গেছেন। ধন্যবাদ বিপুল সংখ্যক সমর্থক মাঠে আসার জন্য।

২৪০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ৫ রানে ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে ভারত। প্রাথমিক সেই ধকল সামলিয়ে খেলায় ফেরার আগেই আউট হন দিনেশ কার্তিক। ২৪ রানে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিকের উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।

সপ্তম উইকেটে রবিন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি ১১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু শেষ দিকে ১৩ রানের ব্যবধানে জাদেজা, ধোনি, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল আউট হলে ৪৯.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় ভারত। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি তিন আর ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট শিকার করেন।

প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বোলারদের প্রশংসা করে কোহলি বলেন, নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিতে হবে। ওরা সত্যিই নতুন বলে ভালো করেছে এবং সঠিক জায়গায় বল ফেলেছে। আমি মনে করি, ওরা নিজেদের প্রতিভার প্রদর্শন করেছে দারুণভাবে।

সূত্র: এনডিটিভি

দৈনিক বরিশাল ২৪

নিউজিল্যান্ড ঝড়ে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়

বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯ ১২:৩৪ পূর্বাহ্ণ

শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে গেলে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪০ রান তাড়া করে তীরে গিয়ে তরী ডুবল বিরাট কোহলিদের। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড।

বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, এটা সব সময়ই খারাপ ব্যাপার যখন আপনি গোটা প্রতিযোগিতায় ভালো খেললেন, অথচ ৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আপনাকে ছিটকে দিল। নিউজিল্যান্ড সত্যিই ভালো খেলেছে। তারা ভালো খেলেই আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছিল। সেই চাপ সামলে আমরা পরাজয় এড়াতে পারিনি।

বিরাট কোহলি আরও বলেন, বিশ্বকাপের শুরু থেকেই আমরা যেমন লড়াই করেছি, তার জন্য সত্যিই আমরা গর্বিত। আমি বলেই ছিলাম, নকআউটে যে কেউ জিততে পারে। নিউজিল্যান্ড বেশি আত্মবিশ্বাসী ছিল। তবে জাদেরজার প্রশংসা করতেই হয়। সে আজকের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছে।

কোহলিদের বিদায়ে চোঁখ ভাসিয়েছেন ভারতীয় সমর্থকরা। ভারতীয় ক্রিকেট ভক্তদের নিয়ে বিরাট কোহলি বলেন, আমাদের সকল ফ্যানদের ধন্যবাদ। বিশ্বকাপে তারা আমাদের অসাধারণ সাপোর্ট দিয়ছেন। আমাদের সব ম্যাচেই অসংখ্য সমর্থক মাঠে এসেছেন। আমাদের উৎসাহ দিয়ে গেছেন। ধন্যবাদ বিপুল সংখ্যক সমর্থক মাঠে আসার জন্য।

২৪০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ৫ রানে ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে ভারত। প্রাথমিক সেই ধকল সামলিয়ে খেলায় ফেরার আগেই আউট হন দিনেশ কার্তিক। ২৪ রানে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিকের উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।

সপ্তম উইকেটে রবিন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি ১১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু শেষ দিকে ১৩ রানের ব্যবধানে জাদেজা, ধোনি, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল আউট হলে ৪৯.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় ভারত। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি তিন আর ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট শিকার করেন।

প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বোলারদের প্রশংসা করে কোহলি বলেন, নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিতে হবে। ওরা সত্যিই নতুন বলে ভালো করেছে এবং সঠিক জায়গায় বল ফেলেছে। আমি মনে করি, ওরা নিজেদের প্রতিভার প্রদর্শন করেছে দারুণভাবে।

সূত্র: এনডিটিভি

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ