নিজের রান্না নিজেই করলেন প্রিয়াঙ্কা
অনলাইন নিউজ:ইতালিতে ছুটি কাটাতে গিয়ে নিকের জন্য রান্না করলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার সঙ্গে ছিল নিকও। প্রিয়াঙ্কা ও নিক দুজনে মিলে পাস্তা বানালেন।
সেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। কাজের ব্যস্ততার মাঝে সময় পেলেই নিক কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছুটি কাটাতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে।
সম্প্রতি, বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন নিক জোনাসের ভাই জো জোনাস ও ‘গেম অফ থ্রেনস’-অভিনেত্রী সোফি টার্নার।
জো- আর সোফি জোনাস হয়তবা এখন তাদের মধুচন্দ্রিমার পরিকল্পনায় ব্যস্ত। তারই মাঝে ইতালিতে নিকের সঙ্গে একান্তে ছুটি কাটাতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।