নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন ওয়ার্ড কাউন্সিলর
শাহাজাদা হিরা: নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান শরীফ। প্রতিনিয়ত ঘটতো নানা দূর্ঘটনা রাস্তায় ঢোকার পথে কখোন রিস্কা আবার কখনো অটোরিকশা উল্টে ঘটতো দূর্ঘটনা। মহাসড়কের সাথে শের-ই-বাংলা সড়কের সংযোগ স্থানে ছিলো ১ ফুট গ্যাপ যেকোনো যানবাহন নামতে উঠতে ঘটতো দূর্ঘটনা। রুপাতলী শের-ই-বাংলা সড়কে ৫ হাজার মানুষের বসবাস।আজ ২০ আগস্ট রাত ৯ টায় নিজ উদ্যোগে সড়কের সংযোগ স্থানের ১ ফুট গ্যাপ সংস্কার করলেন বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর, এস এম আনিসুর রহমান শরীফ। এসময় আরো উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক, হাবিবুর রহমান, ২৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য, মাহফুজ আহাম্মেদ রিফাত, মোঃ মিলন, হাওলাদাসহ এলাকা বাসিরা উপস্থিত ছিলেন।
লেখা ও ছবি: ফেসবুক তেকে সংগৃহীত।