নির্বাচিত হলে বরিশালের দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবেঃ মেয়রপ্রার্থী তাপস
সোহেল আহমেদঃ বরিশালের রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, এখানের ড্রেনগুলো বদ্ধ হয়ে আছে, একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা তৈরি হয়, বর্ষা আসলে আমরা হাটু সমান পানিতে থাকতে হয়, নগরে দখল হওয়া খাল গুলো উদ্ধার করা গেলে এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিসিসি মেয়র প্রার্ী ইকবাল হোসেন তাপস।
বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড গণসংযোগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, নগরের প্রায় ২২ টির মতো খাল দখল হয়ে গেছে, এগুলো উদ্ধার করা এতো সহজ বলে মনে করি না, তাই সকলের সাথে একসাথে বসে তাদের মতামত নিয়ে খালগুলো উদ্ধার করবো। জাপার তুমুল জনপ্রিয় এই নেতা এবারের নির্বাচনে সমানতালে গণসংযোগ সভা-সেমিনার চালিয়ে সাধারণ মানুষের সাথে মিশে গেছেন বলে জানা গেছে।
আগামী ১২ ই জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আওয়ামীলীগ ,জাপা, ইসলামী আন্দলোন বাংলাদেশ মনোনীত প্রার্থী সহ মোট ছয় জন মেয়র প্রতিদন্দিতা করছেন।