নিহত সেন্টুর কবর জিয়ারত, গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি
শামীম আহমেদ: গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামিদের রায় দ্রুত কার্যকরের দাবিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বুধবার সকালে জেলার মুলাদী ও আগৈলঝাড়া উপজেলার বিক্ষোভ মিছিল, স্মরণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক মুলাদীর রামারপোল গ্রামের
মোস্তাক আহমেদ সেন্টু কবর জিয়ারত, পুস্পস্তবক অর্পন শেষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী
লীগের আয়োজনে সহসভাপতি দুলাল মাহমুদ মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, কেন্দ্রীয়
আয়ামীলীগের উপ-কমিটির সদস্য রাজিব হোসেন ভূঁইয়া রাজু, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি বদরুল আলম মুকুল, সাধারণ সম্পাদক বাদল খান, ইডপি চেয়ারম্যান আবু হাসনাত জাপান,
জাকির হোসেন ভূঁইয়া, বশির ভূঁইয়া, বেল্লাল হোসেন, রুবেল ভূঁইয়া, রোমান হাওলাদার, ফরিদ উদ্দিন,
জাহাঙ্গীর মাতুব্বর প্রমুখ। শেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
একইদিন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের আয়োজনে দলীয়
কার্যালয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, সাজাপ্রাপ্ত আসামিদের রায় দ্রুত কার্যকরের
দাবিতে বিক্ষোভ মিছিল, স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার
বাড়ৈর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, আওয়ামী লীগ
নেতা তপন বসু, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ
সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।