নেতার মৃত্যুতে এমপি টিপু ও ইকবাল হোসেন তাপসের শোক
নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনা প্রধান সফল রাষ্ট্রপতি জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর বেঁচে নেই (ইন্নালিলাহি ……..রাজেউন)। তিনি আজ রবিবার সকাল ৭:৪৫টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সফল এ রাষ্ট্র নায়কের মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে বার্তা প্রেরণ করেছেন বরিশাল-৩ আসনের সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।
উপজেলার পক্ষ থেকে শোক জানিয়েছেন জাপা উপজেলা সভাপতি-মকিতুর রহমান কিসলু, সাধারণ সম্পাদক-ওমর ফারুক বাবুল আকন, যুগ্ম সম্পাদক-সেলিম হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক-আলাউদ্দিন রাজ, যুবসমাজের সভাপতি-আতাউর রহমান, সাধারণ সম্পাদক-সোহেল হাওলাদার,সাংগঠনিক সম্পাদক-জুয়েল রানা, ছাত্র সামজের সভাপতি-হাদিসুর রহমান,সাধারণ সম্পাদক-মাঈনুল সরদারসহ সংগঠনের উপজেলার সকল নেতা কর্মীরা।
অপর এক শোকবার্তায় জাপা সেতা ইকবাল হোসেন তাপস দরের চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।িএসময় তিনি এরশাদ একজন নিরহংকার সচ্ছ রাজনীতীক হিসেবে উল্লেখ করে তার রুহের জন্য দোয়া করেন।