পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের নির্বাচন ১৬ আগষ্ট
নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক নির্বাচনের তফষিল ঘোষণা করা হয়েছে। রোববার বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে তফষিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও প্রথম আলো’র কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু। আগামি ১৬ আগস্ট প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফষিল অনুযায়ী ২৬ জুলাই পত্রিকার কাগজপত্র জমা, ২৮ জুলাই বাছাই, খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৯ জুলাই, আপত্তি গ্রহন ৩০ জুলাই, নিস্পত্তি ৩১ জুলাই, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ আগষ্ট, মনোনয়নপত্র বিক্রি ২ আগষ্ট, মনোনয়নপত্র জমা ৪ আগষ্ট, বাছাই ৫ আগষ্ট, খসড়া মনোনয়নপত্রের তালিকা প্রকাশ ৬ আগষ্ট, আপত্তি, শুনানী ও নিস্পত্তি ৭ আগষ্ট, মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ সময় ৮ আগষ্ট, বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ ১০ আগস্ট ও ১৬ আগস্ট নির্বাচন ও কিজয়ীদের শপথ গ্রহন।
নির্বাচন তফষিল ঘোষণা অনুষ্ঠঅনে নির্বাচন কমিশন সদস্য শরিফুল হক শাহীন, প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, সিনিয়র সাংবাদিক শামসুল আলম, হুমায়ুন কবির, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অমল মুখাজী, ¦এস এম মোশারফ হোসেন মিন্টু, মিলন কর্মকার রাজু উপস্থিত ছিলেন।