পটুয়াখালীর সন্তান সার্জেন্ট কিবরিয়ার অকাল মৃত্যু, শোকে স্তব্ধ বরিশাল
সোহেল আহমেদ: বরিশালে ঘাতক কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসছে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মাঝে।
চোখের সামনেই একটি তাজা প্রাণের এভাবে ঝড়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেনা নিহত কিবরিয়ার বন্ধু স্বজন শুভাকাঙ্খীরা।
সড়কে আক্রান্ত হওয়ার পর থেকেই কিবরিয়ার মত একজন পুলিশের প্রতি দোয়া সহনুভুতি জানানো সোস্যাল মিডিয়ার পোস্টগুলোই বলে দেয় ভালোবাসায় মানুষের মনের কত উচু আসনে চলে গিয়েছিলেন পটুয়াখালীর এই কৃতিসন্তান।
সদাচরণ ভাল কর্ম দ্বরা চাকরির দুই বছরের মধ্যেই সব শ্রেনী পেশার মানুষের মন জয় করতে পেরেছিলেন গোলাম কিবরিয়া। শুধু জয় করতে পারেননি পাষন্ড ঘাতক ট্রাকচালকদের।
তা না হলে সিগনাল অমান্য কেনো করবে? কেনো কিবরিয়ার মত পুলিশ জীবনের ঝুকি নিয়ে চালককে তারা করে সামনে দাড়াবে? চালকদের অসততা আর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর রেওয়াজ!
অপর দিকে সততার লড়াইয়ে কিবরিয়ার মত পুলিশের দ্বায়িত্বের প্রতি সীমাহীন শ্রদ্ধা। হা স্যজ্জল এই মহানায়কের অকাল মৃত্যুতে শোক কাতর মানুষ। শোকে স্তব্ধ পুরো বরিশাল।
রিপোর্ট লেখা পর্যন্ত কিবরিয়ার মরদেহ বরিশালের পথে রয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার সকাল ৮টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে দ্বিতীয় জানাজা শেষে তার জন্মভূমি পটুয়াখালীতে চিরনিদ্রায় শায়িত হবেন কিবরিয়া।
এর আগে গতকাল মঙ্গলবার নিহত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর (বিকেল সাড়ে ৫টা) রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠি জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া। দুপুর সোয়া ১২টার দিকে পটুয়াখালীগামী যমুনা গ্রুপের বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানকে (ঢাকা-মেট্রো-উ-১২-২০৫৪) থামার সংকেত দেন সার্জেন্ট কিবরিয়া।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সার্জেন্ট গোলাম কিবরিয়া।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পার্শ্ববর্তী ঝালকাঠির নলছিটি থানা পুলিশ ধাওয়া করে চালক জলিল সিকদারসহ কাভার্ডভ্যানটি আটক করে।
কিবরিয়ার অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিকেল সোয়া ৫টার দিকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর পরপরই তাকে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
সার্জেন্ট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তার বাড়ি পটুয়াখালী জেলায়।
ছবি: সাংবাদিক এন আমিন।