পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান
সোহেল আহমেদঃ পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে তাকে পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথা জানানো হয়।
জনপ্রশাসনের উপসচিব মো. আলমগীর কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এ এইচ এম সফিকুজ্জামানকে পদোন্নতিপূর্বক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
২০২২ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ হন এ এইচ এম সফিকুজ্জামান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সদ্য পদোন্নতি প্রাপ্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বরিশাল শহরের কলেজ রো এলাকার বাসিন্দা। তার পিতার নাম আলহাজ আব্দুল মজিদ এবং মাতার নাম রুৎফুন্নেছা। ডিজিটাল বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্ঠা এ এইচ এম সফিকুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান ও জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন। এরপর তিনি ১৯৯৪ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন। নিজস্ব মেধা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে এইচএম সফিকুজ্জামানের বেশ সুনাম রয়েছে।