পবিপ্রবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দেয়ালিকার মোড়ক উন্মোচন

শামীম আহমেদ: জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর নামে দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।
আজ (৮ই আগস্ট বৃহস্পতিবার) সকাল ১১টায় একাডেমিক ভবনের নিচে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মাদ আলী, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ. ক. ম. মোস্তফা জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ভাইস- চ্যান্সেলর বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।
তিনি দেয়ালিকার মোড়ক উন্মোচন এর সাথে সংশ্লিস্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্যেশ্যে বলেন আসুন আমরা এই শোকের মাসে জাতির পিতাকে হারানো শোককে শক্তিতে রুপান্তরিত করে যে যার অবস্থান থেকে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহবান জানান।