‘পরিবেশ রক্ষায় একদিন পর পর মলত্যাগ করুন’

পরিবেশ রক্ষার জন্য একদিন পর পর মলত্যাগ করার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জেইর বলসোনারো। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, জেইর বলসোনারো জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে, অ্যামাজন বন ক্রমান্বয়ে ক্ষতির মুখোমুখি হচ্ছে। কারণ তার সরকার যে নীতি নিয়েছে সেগুলোতে পরিবেশ সংরক্ষণের চাইতে উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে বেশি। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আওয়াজ তুলেছে দেশের বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা।
সেদিন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কীভাবে পরিবেশকে রক্ষা করে কৃষির উন্নয়ন করা যায়। জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘গোটা পৃথিবীর লোক যদি কম খায়, আর একদিন পর পর মলত্যাগ করে, তাহলেই পরিবেশের কোনো ক্ষতি হবে না। এটি পুরো বিশ্বের জন্যই ভাল হবে।”
আমাজনে বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি সরকারি তথ্যে উঠে আসার পরে বলসোনারো সম্প্রতি তোপের মুখে পড়েন। এরপর তিনি সেই সংস্থার প্রধানকে বরখাস্ত করেন, যিনি কিনা এই বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি সামনে এনেছিলেন। তার দাবি, ওই ব্যক্তি সমস্যার পরিধি সম্পর্কে মিথ্যা বলেছে।