পাকিস্তানকে জেতাতে সহযোগীতা করেছেন আফগান অধিনায়ক? - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পাকিস্তানকে জেতাতে সহযোগীতা করেছেন আফগান অধিনায়ক? - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ৩০, ২০১৯ ৫:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

পাকিস্তানকে জেতাতে সহযোগীতা করেছেন আফগান অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক: প্রতিটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আফগানিস্তান। অন্যদিকে সেমিফাইনালের দৌড়ে লড়াই করছে পাকিস্তান, বাংলাদেশ এবং ইংল্যান্ড।

সেমিফাইনালে যেতে হলে তিনটি দলকেই প্রত্যেক ম্যাচে জিততে হবে। ফলে সেমির দৌড়ে টিকে থাকতে গতকাল আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানকে জিততেই হতো।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয়ে যতটা না তাদের নিজেদের খেলোয়াড়দের ভুমিকা ছিল তার চাইতে পাকিস্তানকে জিতাইতে বড় ভুমিকা পালন করেছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়ে এসে একাই পাকিস্তানকে জেতাতে অগ্রগন্য ভুমিকা তার। তাইতো ম্যাচ শেষে ফিক্সিংয়ের তীর এখন তার দিকে।এদিন দারুণ বল করেছেন রশিদ-মুজিব আর শিনওয়ারি। শেষ দিকে তিন বোলার মিলিয়ে বাকি ছিল ৫ ওভার। আর তখনও পাকিস্তানের জিততে দরকার ৪ ওভারে ৪৬ রান হাতে আছে চার উইকেট।

আর পাকিস্তানের ব্যাটসম্যানরা পেরে উঠছেন না আফগান স্পিনারদের সামলাতে। সবাই ধরেই নিয়েছিল শেষ চার ওভারে রশিদ-মুজিবরাই বল করবেন।

কিন্তু অবাক করা কান্ড করে বসলেন আফগান অধিনায়ক গুলবাদিন। ম্যাচে ৮ ওভার বল করে ৪৭ রান দিয়েও আসলেন বল করতে।

আর এর খেসারতও দিতে হয়েছে তাকে। এই ওভারে ১৮ রান দিয়ে ম্যাচটিই যেন জিতিয়ে দিলেন পাকিস্তানকে।

এরপরও ক্ষান্ত হয়নি আফগান অধিনায়ক। ৫০তম ওভারে পাকিস্তানের জয়ের জন্য যখন শেষ ৬ বলে ৬ রান দরকার, তখনও সে একটি সহজ রান আউটের সুযোগ মিস করেন। আর এই মিস থেকে পাকিস্তানি ব্যাটসম্যানরা ২ রান সংগ্রহ করে ৩ উইকেটের জয় পায়।

আর এমন বোকামি করে রীতিমত সমর্থক এবং ক্রিকেট বিশ্লেষকদের রোষানলে পড়েছেন আফগান অধিনায়ক।

সমর্থকরা তো সরাসরি বলেই বসেছেন ম্যাচ পাতিয়েছে গুলবাদিন। সাবেক ইংলিশ অধিনায়ক টুইটারে তো গুলাবদিনকে ‘বলদ’ বলেও আখ্যায়িত করেছেন।

ম্যাচ পরবর্তী প্রতিবেদনে ফক্স স্পোর্টস বলে, গুলবাদিন নাইব পাকিস্তানকে ম্যাচটি উপহার দিয়েছেন।

ফক্স তাদের প্রতিবেদনে ম্যাচ পাতানোর অভিযোগে করা ক্রিকেটপ্রেমীদের বার্তাগুলোও তুলে ধরে।

এছাড়া দ্য টেলিগ্রাফও তাদের প্রতিবেদনে এই বিষয়টি তুলে আনে।

দৈনিক বরিশাল ২৪

পাকিস্তানকে জেতাতে সহযোগীতা করেছেন আফগান অধিনায়ক?

রবিবার, জুন ৩০, ২০১৯ ৫:৩০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: প্রতিটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আফগানিস্তান। অন্যদিকে সেমিফাইনালের দৌড়ে লড়াই করছে পাকিস্তান, বাংলাদেশ এবং ইংল্যান্ড।

সেমিফাইনালে যেতে হলে তিনটি দলকেই প্রত্যেক ম্যাচে জিততে হবে। ফলে সেমির দৌড়ে টিকে থাকতে গতকাল আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানকে জিততেই হতো।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয়ে যতটা না তাদের নিজেদের খেলোয়াড়দের ভুমিকা ছিল তার চাইতে পাকিস্তানকে জিতাইতে বড় ভুমিকা পালন করেছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়ে এসে একাই পাকিস্তানকে জেতাতে অগ্রগন্য ভুমিকা তার। তাইতো ম্যাচ শেষে ফিক্সিংয়ের তীর এখন তার দিকে।এদিন দারুণ বল করেছেন রশিদ-মুজিব আর শিনওয়ারি। শেষ দিকে তিন বোলার মিলিয়ে বাকি ছিল ৫ ওভার। আর তখনও পাকিস্তানের জিততে দরকার ৪ ওভারে ৪৬ রান হাতে আছে চার উইকেট।

আর পাকিস্তানের ব্যাটসম্যানরা পেরে উঠছেন না আফগান স্পিনারদের সামলাতে। সবাই ধরেই নিয়েছিল শেষ চার ওভারে রশিদ-মুজিবরাই বল করবেন।

কিন্তু অবাক করা কান্ড করে বসলেন আফগান অধিনায়ক গুলবাদিন। ম্যাচে ৮ ওভার বল করে ৪৭ রান দিয়েও আসলেন বল করতে।

আর এর খেসারতও দিতে হয়েছে তাকে। এই ওভারে ১৮ রান দিয়ে ম্যাচটিই যেন জিতিয়ে দিলেন পাকিস্তানকে।

এরপরও ক্ষান্ত হয়নি আফগান অধিনায়ক। ৫০তম ওভারে পাকিস্তানের জয়ের জন্য যখন শেষ ৬ বলে ৬ রান দরকার, তখনও সে একটি সহজ রান আউটের সুযোগ মিস করেন। আর এই মিস থেকে পাকিস্তানি ব্যাটসম্যানরা ২ রান সংগ্রহ করে ৩ উইকেটের জয় পায়।

আর এমন বোকামি করে রীতিমত সমর্থক এবং ক্রিকেট বিশ্লেষকদের রোষানলে পড়েছেন আফগান অধিনায়ক।

সমর্থকরা তো সরাসরি বলেই বসেছেন ম্যাচ পাতিয়েছে গুলবাদিন। সাবেক ইংলিশ অধিনায়ক টুইটারে তো গুলাবদিনকে ‘বলদ’ বলেও আখ্যায়িত করেছেন।

ম্যাচ পরবর্তী প্রতিবেদনে ফক্স স্পোর্টস বলে, গুলবাদিন নাইব পাকিস্তানকে ম্যাচটি উপহার দিয়েছেন।

ফক্স তাদের প্রতিবেদনে ম্যাচ পাতানোর অভিযোগে করা ক্রিকেটপ্রেমীদের বার্তাগুলোও তুলে ধরে।

এছাড়া দ্য টেলিগ্রাফও তাদের প্রতিবেদনে এই বিষয়টি তুলে আনে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ