পাকিস্তানকে জেতাতে সহযোগীতা করেছেন আফগান অধিনায়ক?
স্পোর্টস ডেস্ক: প্রতিটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আফগানিস্তান। অন্যদিকে সেমিফাইনালের দৌড়ে লড়াই করছে পাকিস্তান, বাংলাদেশ এবং ইংল্যান্ড।
সেমিফাইনালে যেতে হলে তিনটি দলকেই প্রত্যেক ম্যাচে জিততে হবে। ফলে সেমির দৌড়ে টিকে থাকতে গতকাল আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানকে জিততেই হতো।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয়ে যতটা না তাদের নিজেদের খেলোয়াড়দের ভুমিকা ছিল তার চাইতে পাকিস্তানকে জিতাইতে বড় ভুমিকা পালন করেছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।
ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়ে এসে একাই পাকিস্তানকে জেতাতে অগ্রগন্য ভুমিকা তার। তাইতো ম্যাচ শেষে ফিক্সিংয়ের তীর এখন তার দিকে।এদিন দারুণ বল করেছেন রশিদ-মুজিব আর শিনওয়ারি। শেষ দিকে তিন বোলার মিলিয়ে বাকি ছিল ৫ ওভার। আর তখনও পাকিস্তানের জিততে দরকার ৪ ওভারে ৪৬ রান হাতে আছে চার উইকেট।
আর পাকিস্তানের ব্যাটসম্যানরা পেরে উঠছেন না আফগান স্পিনারদের সামলাতে। সবাই ধরেই নিয়েছিল শেষ চার ওভারে রশিদ-মুজিবরাই বল করবেন।
কিন্তু অবাক করা কান্ড করে বসলেন আফগান অধিনায়ক গুলবাদিন। ম্যাচে ৮ ওভার বল করে ৪৭ রান দিয়েও আসলেন বল করতে।
আর এর খেসারতও দিতে হয়েছে তাকে। এই ওভারে ১৮ রান দিয়ে ম্যাচটিই যেন জিতিয়ে দিলেন পাকিস্তানকে।
এরপরও ক্ষান্ত হয়নি আফগান অধিনায়ক। ৫০তম ওভারে পাকিস্তানের জয়ের জন্য যখন শেষ ৬ বলে ৬ রান দরকার, তখনও সে একটি সহজ রান আউটের সুযোগ মিস করেন। আর এই মিস থেকে পাকিস্তানি ব্যাটসম্যানরা ২ রান সংগ্রহ করে ৩ উইকেটের জয় পায়।
আর এমন বোকামি করে রীতিমত সমর্থক এবং ক্রিকেট বিশ্লেষকদের রোষানলে পড়েছেন আফগান অধিনায়ক।
সমর্থকরা তো সরাসরি বলেই বসেছেন ম্যাচ পাতিয়েছে গুলবাদিন। সাবেক ইংলিশ অধিনায়ক টুইটারে তো গুলাবদিনকে ‘বলদ’ বলেও আখ্যায়িত করেছেন।
ম্যাচ পরবর্তী প্রতিবেদনে ফক্স স্পোর্টস বলে, গুলবাদিন নাইব পাকিস্তানকে ম্যাচটি উপহার দিয়েছেন।
ফক্স তাদের প্রতিবেদনে ম্যাচ পাতানোর অভিযোগে করা ক্রিকেটপ্রেমীদের বার্তাগুলোও তুলে ধরে।
এছাড়া দ্য টেলিগ্রাফও তাদের প্রতিবেদনে এই বিষয়টি তুলে আনে।