পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা হত্যার বিচারের দাবিতে হরতালের ঘোষনা
মো:ইয়াছিন শেখ,পাবনা থেকে : ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঈশ্বরদীতে আগামী সোমবার (২৯ জুলাই) অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছেন সেলিম হত্যা মামলার মনিটরিং কমিটির আহবায়ক ও ঈশ্বরদী উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
বুধবার(২৪ জুলাই) বিকালে ঈশ্বরদী পুরাতন বাসটার্মিনাল মাহাবুব আহমেদ স্মৃতি মঞ্চে আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে আমরা মানববন্ধন, সড়ক অবরোধ, রেলপথ অবরোধ, পথসভা ও জনসভার কর্মসূচী পালন করেছি।
তাকে কোনো কাজ হচ্ছে না, তাই আগামী ২৯ জুলাই সোমবার এ মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করা হবে।
ঈশ্বরদীবাসী একজন বীরমুক্তিযোদ্ধার জন্য ওই দিন সর্বাত্মক হরতাল পালন করবেন।
জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য পাঞ্চাব আলী বিশ্বাস, ঈশ^রদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষযক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, মুক্তিযোদ্ধা সিরাজ বিশ্বাস, কমরেড আব্দুর রাজ্জাক, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, সাবেক ভিপি মুরাদ মালিথা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আব্দুর রহমান মিলন, প্রয়াত মুক্তিযোদ্ধা সেলিমের ছোন বোন নাজনীন মাহমুদ প্রমূখ