পাবনার কাঁঠাল চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, খুশি চাষীরা
মো: ইয়াছিন শেখ,(ঈশ্বরদী) পাবনা থেকে: ঈশ্বরদী উপজেলার জয়নগরে গড়ে উঠেছে জাতীয় ফল কাঁঠাল বেচাকেনার সবচেয়ে বিশাল বাজার। খুচড়া থেকে শুরু করে এখানে প্রতিদিন পাইকারি বিকিকিনি হচ্ছে লাখ লাখ টাকার কাঁঠাল।
উপজেলার জয়নগর এলাকায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কের পাশে স্থানটি পরিচিত লো লিচু এলাকা বলে । কিন্তু সে সুনাম ছড়িয়ে পড়ছে কাঁঠাল বাজার হিসেবে। এখানের কাঁঠাল চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর থাকে কাঁঠাল বেচাকেনার এই হাট। এ ব্যাপারে জেলা কৃষি কর্মকর্তা বলছেন, তেমন রোগবালাই না থাকায় এ বছর বাজারে কাঁঠালের ভালো দাম পাচ্ছেন চাষিরা।
কলমের মাধ্যমে জাতীয় ফলের আবাদ ছড়িয়ে দিতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। এর ফলে নতুন চাষীরাও কাঁঠাল চাষে আগ্রহী হচ্ছে।