পাবনায় বসতবাড়িতে আগুন, ৭ লাখ টাকার ক্ষতি
মো:ইয়াছিন শেখ: ঈশ্বরদীতে বসতবাড়ি আগুনে পুড়ে ছাই ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কারিগড় পাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১১ আগষ্ট) সকাল ৯ঘটিকার সময়ে ওই এলাকার হিসাব আলী প্রামানিকের বসতবাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌছায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
আগুনে ওই বাসা বাড়ির দু’টি কক্ষ, নগদ চলিশ হাজার টাকা, প্রায় এক লক্ষ টাকার গহনা, ৬টি গরু সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এত আনুমানিক ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার এসআই মুহাম্মদ আলী ও ফায়ার সার্ভিস এর কর্মকর্তা মোঃ শামসুল আলম।