পাবনায় ৩০ লক্ষ টাকার গরু দেখতে মানুষের ভিড়
মো: ইয়াছিন শেখ,(ঈশ্বরদী) পাবনা থেকে: পাবনায় এবারের টাইগারের দাম ৩০ লক্ষ টাকা। দৈর্ঘ্যে ৯ ফুট আর উচ্চতা সাড়ে ৫ ফুট।
কালো আর সাদা রঙ মিশ্রিত বিশাল দেহের অধিকারী ষাড় গরুটির নাম টাইগার । পাবনা চাটমোহর উপজেলার মথুরামপুর ইউনিয়নের ছোট গুয়াথড়া গ্রামের মৃত আলহাজ আকুল প্রামানিকের ছেলে মিনারুল ইসলাম (৪৫) পনের মাস আগে প্রতিবেশী বন্ধুর কাছ থেকে ১ লক্ষ ৪২ হাজার টাকা দিয়ে গরুটি কিনে নেয় ।
দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করতে শুরু করেন । ফিজিয়ান জাতের এই গরুটি অল্প সময়ের মধ্যে দ্রুত বাড়তে থাকে । বর্তমান গরুটির ওজন ৪২ মন ।
খামারীর স্ত্রী জাকিয়া সুলতানা সহ মোট ৫ জন গরুটি দেখাশোনা করেন । টাইগারকে দেখতে প্রতিদিন দূর দুরান্ত থেকে লোকজন আসে স্থানীর বাসিন্দা আব্দুল করিম ও রফিকুল জানান এত বড় গরু আমাদের গ্রামে হওয়ার এটা আমাদের গ্রামের গর্ভ ।
বর্তমানে গরুটির দাম হাঁকানো হয়েছে ৩০ লক্ষ টাকা মিরারুল ইসলাম জানান, এই গরুটির পেছনে আমার প্রতিদিন ১৫০০ টাকা খরচ হয় । তবে গরুটি বড় হবার সাথে সাথে খরচ কমতে শুরু করেছে ।
মিনারুল বর্তমানে গরুটির দাম হাঁকানো হয়েছে ৩০ লক্ষ টাকা । আর দাম উঠেছে ২২ লক্ষ টাকা ।খামারী মিনারুল ইসলাম বলেন আমি অশ্যই আমার টাইগারের নায্য দাম পাবো ।
জেলাপ্রাণী সম্পদ কর্মকর্তঅজেলাপ্রাণী সম্পদ কর্মকর্তা সূত্রে জানা যায় এ বছরে কোরবানীর উদ্দেশ্যে পাবনা জেলায় ২০ হাজারের অধিক খামারে গরু, ছাগল ,ভেড়া,মহিষ সহ ২ লাখের বেশি পশু রয়েছে । এই পশুগুলো দেশের কোরবাণীর অনেক চাহিদা পূরন করবে ।