পালিয়েও শেষ রক্ষা হলনা বরিশালে লঞ্চে গার্মেন্টস কর্মী হত্যাকারীর
নিজস্ব প্রতিবেদক: গত ২০ জুলাই সকালে বরিশাল নদী বন্দরে এমভি সুরভী-৮ লঞ্চে খুন হওয়া গার্মেন্টস কর্মী আখি আক্তার (শারমিন) এর হত্যাকারীকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
গ্রেফতার হওয়া সুমন(৩২) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নকবুল্লা সিপাহীপাড়া এলাকার মানিক সিপাহীর ছেলে এবং ঢাকার সদরঘাটের ফল ব্যবসায়ি।
সোমবার বেলা ১ টায় বরিশাল নগরীর রুপাতলীস্থ র্যাব-৮ এর সদর দফতের আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম গ্রেফতারকৃতের দেয়া তথ্যের বরাত দিয়ে জানান, মোবাইল ফোনের পরিচয়ের মাধ্যমে আখির সাথে সুমনের প্রেমের সম্পর্ক হয়।
সেই সূত্র ধরে আখির সাথে ঢাকা থেকে ১৯ জুলাই সজিব লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাতে সুমন কু-প্রস্তাব দিলে তাতে আঁখি রাজি না হলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
সকালে সুরভী-৮ লঞ্চ বরিশালে পৌছালে সুমন আঁখির মরদেহ লঞ্চের স্টাফ কেবিনে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনা জানার পর থেকেই র্যাব-৮ এর সদস্যরা তদন্তে নামে।
তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মধ্য দিয়ে আত্মগোপনে থাকা সুমনেকে ভান্ডারিয়া থানা এলাকা থেকে রোববার দিবাগত রাতে গ্রেফতার করা হয়।