পিতার নিকট টাকা না পেয়ে বন্ধুর কাছ থেকে ছিনতাই

দৈনিক বরিশাল ২৪.কম: বন্ধুরা মিলে সাজেক বেড়াতে যাবে। তাই বাবার কাছে টাকা চেয়েছিল তানভির। কিন্তু বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে ছিনতাই করল সে!
পরে সেই বন্ধুর মামলার ভিত্তিতে এখন কারাগারে এই কলেজ শিক্ষার্থী।
মামলার বাদি শামিম আহমেদ জানান, তানভির ও রাফি’র সাথে দেখা করতে নিউ মার্কেট আসেন তিনি। সেখানেই আড্ডা দিচ্ছিলেন তিন বন্ধু।
হঠাৎ তানভির বাসায় কথা বলার নাম দিয়ে শামিমের মোবাইল নেয়। মোবাইল দিয়ে শামিম ও রাফি আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে।
এদিকে কথা বলতে বলতে তানভির মানুষের ভিড়ে অদৃশ্য হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তানভির না আসায় শামিম তার নাম্বারে ফোন দেয়। কিন্তু তার নাম্বার বন্ধ বলায় তিনি শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন।
আটকের পর তানভির জানান, তারা বন্ধুরা সবাই মিলে সাজেক যাওয়ার পরিকল্পনা করে। সে তার বাবার কাছে টাকা চায়। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে এই পথে টাকা সংগ্রহে নামে!
সন্তানদের প্রতি বাবা মায়ের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মহসিন বলেছেন, ইদানিং কালে সব অপরাধই ঘটছে এমন ছোট ছোট পারিবারিক কারণে। তাই সন্তানের প্রতি আরও যত্নবান হোন। তাকে বুঝুন, তাকে বোঝানোর চেষ্টা করার আহবান জানান তিনি।