পিরোজপুরে সামাজিক বনায়নে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন
অনলাইন নিউজঃ পিরোজপুরে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হচ্ছে। জেলার বিভিন্ন স্থানের অসংখ্য দরিদ্র নারী-পুরুষ আজ সামাজিক বনায়ন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।
জেলা বন বিভাগের তথ্য অনুযায়ী, সামাজিক বনায়ন কর্মসূচিতে ১২ হাজার ৫৬০টি ফলজ, বনজ ও ঔষধি, আট হাজার নারকেল, চার হাজার খেজুর, চার হাজার দুইশ তাল গাছ, দুই হাজার ২৪০টি সুপারি গাছ লাগানো হয়েছে।
পিরোজপুরে সামাজিক বনায়নের সার্বিক তদারকি করেছেন বনরক্ষক মোল্লা রেজাউল করিম, বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
ইন্দুরকানী উপজেলার সামাজিক বনায়নের সদস্য আসাদুল ইসলাম জানান, সরকারের সামাজিক বনায়নের কারণে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নের স্বপ্ন দেখছে।
জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নই সামাজিক বনায়ন কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে দরিদ্ররাও উপকৃত হচ্ছেন, প্রতিবেশও স্বাভাবিক থাকছে।